কেফায়েত উল্লাহ মিয়াজী: কুমিল্লার নাঙ্গলকোটের বাঙ্গড্ডা ইউনিয়নের ৬নং ওয়ার্ড মেম্বার খোরশেদ আলমের মহানুভবতায় নিজস্ব অর্থায়নে ওই ওয়ার্ডের করোনাভাইরাসের কারণে কর্মহীন ও দরিদ্র ২শ’ পরিবার পেয়েছে খাদ্যসমগ্রী, সাবান ও জীবাণুনাশক। খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে, চাউল, ডাল, আলু, তৈল, পেয়াজ। বৃহস্পতিবার মিলাদ ও দোয়ার মাধ্যমে এ খাদ্যসামগ্রী ও জীবাণুনাশক বিতরণ শুরু করেন ইউপি সদস্য খোরশেদ আলম। এ সময় উপস্থিত ছিলেন, বাঙ্গড্ডা ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা বশিরুজ্জামান, ইউপি সদস্য খোরশেদ আলম, বাঙ্গড্ডা ফাজিল মাদ্রাসার শিক্ষক মাওলানা এনায়েত উল্লাহ, সমাজ সেবক দুলাল মজুমদার, আব্দুর রশিদ, আব্দুল গফুর, আবুল কাশেম, ছাত্র নেতা মো: নাছিম প্রমুখ।