হুমায়ুন কবির মানিক: নির্জন রাত। নিস্তব্ধ নগরী। চারিদিকে শুনশান নীরবতা। করোনার প্রকোপে বিপাকে পড়া কর্মহীন ও হতদরিদ্র মানুষেরা ভাবনায় বিভোর। খাদ্য সামগ্রী হাতে কুমিল্লা নগরীর অলি-গলিতে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা। কড়া নাড়েন কর্মহীন ও হতদরিদ্র মানুষের দুয়ারে। ব্যক্তিগত অর্থায়নে নিজ হাতে তুলে দেন নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী।
গত কয়েকদিনে কুমিল্লা নগরীর প্রতিটি ওয়ার্ডে বিপর্যস্ত মানুষের ঘরে ঘরে গিয়ে নিজ হাতে তিনি এসব খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। প্রায় দুই হাজারের বেশি মানুষের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন। ইতোমধ্যে স্থানীয়দের তোলা কয়েকটি ছবি ফেসবুকে ভাইরাল হয়। কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমার প্রচারবিমুখ কর্মকান্ডে সাড়া জাগায় জনমনে। ফেসুবক জুড়ে অভিনন্দনের ঝড় ওঠে। তার এ মহতি উদ্যোগকে ‘ইসলামের ইতিহাসের খোলাফায়ে রাশেদীনের আদর্শের প্রতিফলন’ হিসেবে মন্তব্য করেছেন অনেকেই।
নগরীর একাধিক বাসিন্দা জানান, বর্তমান প্রেক্ষাপটে করোনার প্রকোপে সমাজের নিম্নবিত্ত মানুষেরা কর্মহীন হয়ে পড়েছে। এরা অর্ধাহারে-অনাহারে দিন কাটালেও লজ্জার কারণে মুখ খুলে কারো কাছে কিছু চায় না। এমতাবস্থায় সামর্থবানদের উচিৎ এমপি সীমার অনুকরণে কর্মহীন ও হতদরিদ্র মানুষের প্রতি মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেয়া।
এ বিষয়ে আঞ্জুম সুলতানা সীমা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমার যতটুকু সামর্থ্য আছে, সে অনুযায়ী সাহায্য করছি। এ মহামারি যতদিন থাকবে, ততদিন করে যাব।