কেফায়েত উল্লাহ মিয়াজী: নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়নের শ্রীফলিয়া গ্রামে বুধবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টায় এক কৃষকের গোয়ালঘর আগুনে ভষ্মিভূত হয়েছে। আগুনে ২টি গরু, ঘর ও আসবাবপত্র’সহ প্রায় ৪ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবী ওই কৃষকের। ক্ষতিগ্রস্ত কৃষক হুমায়ুন কবির শ্রীফলিয়া গ্রামের মৃত আলী আশ্রাফের ছেলে।
এ ব্যাপারে কৃষক হুমায়ুন কবির বলেন, আমার গোয়ালঘরে বৈদ্যুতিক লাইন নেই এবং আগুনের সূত্রপাত হওয়ার মতো কোন কিছু নেই। কিন্তু কিভাবে আগুন লাগলো আমি বুঝতে পারছিনা। আমরা ঘুম থেকে উঠে দেখি আমার গোয়াল ঘরটির চার পাশে ও উপরে এক সাথে আগুন জ্বলছে। এনজিও থেকে ঋণ নিয়ে ক্রয় করা দেড় লাখ টাকা দামের গর্ভবতী ১টি গাভীসহ দু’টি গরু পুড়ে ছাই হয়ে যায়। গোয়ালঘরের এক পাশে ছিলো খাট, আলমিরা’সহ আসবাবপত্র, সব পুড়ে গেছে। এতে আমার প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে।