স্টাফ রিপোর্টার: চলমান করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়েপড়া সমাজের শতাধিক সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন লাকসামের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব মোঃ সাইফুল ইসলাম। আজ শুক্রবার তিনি লাকসামের বিভিন্ন এলাকার বাছাইকৃত সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে খাদ্যসামগ্রীগুলো বিতরণ করেন। করোনা পরিস্থিতির কথা বিবেচনায় নিয়ে তিনি কোন প্রকার আনুষ্ঠানিকতা ছাড়াই ১/২ জন করে খাদ্যসামগ্রীর প্যাকেট বিতরণ করেন। তার দেয়া খাদ্যসামগ্রীর মধ্যে ছিল- চাল ৫ কেজি, আলু ২ কেজি, মোশারীর ডাল ১ কেজি, তেল ১ লিটার ও সাবান ১ পিস। দেশের এমন দূর্যোগপূর্ণ মুহুর্তে খাদ্যসামগ্রী পেয়ে সমাজের সুবিধাবঞ্চিত মানুষরা। তারা এমন উদ্যোগের জন্য ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব মোঃ সাইফুল ইসলামের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করেন।
জানা যায়, এমন ব্যতিক্রম উদ্যোগ বাস্তবায়নে সাইফুল ইসলামকে উদ্বুদ্ধ করেন তার একমাত্র সুযোগ্য পুত্র মোঃ আশিকুর রহমান বিপুল। দিনব্যাপী বাবা ও ছেলে সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের মধ্যে খাদ্যসামগ্রীর প্যাকেটগুলো বিতরণ করেন।
ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব মোঃ সাইফুল ইসলাম বলেন, করোনায় দেশ-বিদেশের সবকিছু থেমে গেছে। শ্রমজীবি মানুষ কর্মহীন হওয়ার পাশাপাশি সমাজের গরীব-অসহায় মানুষ খাদ্য সংকটে পড়েছে। আমার একমাত্র ছেলে বিপুলের এমন উপলব্দি আমাকে সমাজের কিছু সমস্যাগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে উদ্বুদ্ধ করেছে। ভবিষ্যতে যাতে আরো বড় পরিসরে মানবিক সহযোগিতা নিয়ে মানুষের পাশে দাঁড়াতে পারি এজন্য আমি এবং আমার ছেলের জন্য সকলে দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে হেফাজত করুক। আমিন