সাখাওয়াত হোসেন মামুন:
যত্র তত্র ত্রান না দিয়ে আপনি আগে আপনার শ্রমিক/কর্মচারী, বুয়া, ড্রাইভার, বাচ্চাদের হুজুর বা প্রাইভেট টিউটর, গরীব আত্নীয়-স্বজন এবং আপনার উপর নির্ভরশীল অন্যান্য মানুষগুলির দিকে তাকান। যে অবস্থা যাচ্ছে অনেকে এপ্রিল মাসের বেতন দিতে হিমশিম খাবে। কেউ যদি পুরো বেতন দিতে না পারেন, তবে আপনার উপর নির্ভরশীল পরিবারগুলি যাতে কমপক্ষে দুবেলা খেতে পারে তা নিশ্চিত করুন; তারা যেনো ত্রানের জন্য হাত পাততে না হয় তা আপনার দায়িত্বের মধ্যে পড়ে। মনে হচ্ছে এই সমস্যা আরো দীর্ঘ হবে, সেটি মাথায় নিয়ে পরিকল্পনা করুন। প্রত্যেকে যার যার উপর নির্ভরশীল মানুষগুলির দিকে তাকালে ৭০ ভাগ অভাবী মানুষের সমস্যা সমাধান হয়ে যাবে। বাকী ৩০ ভাগ অভাবী (দিনমজুর ও খেটে খাওয়া ) মানুষের দায়িত্ব সরকার যে ত্রান দিচ্ছে তা দিয়ে সমাধান করা সম্ভব।
সবাই ঘরে থাকুন, আপনার কাছের লোকগুলি যাতে ঘরে থাকতে পারে তা নিশ্চিত করুন।
লেখক: ভাইস চেয়ারম্যান
ভাইয়া গ্রুপ, ঢাকা।