ফারুক আল শারাহ:
কুমিল্লার লাকসামে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে দেশের বৃহৎ শিল্পগোষ্ঠী ভাইয়া গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান প্যাসিফিক কনজ্যুমার গুডস লি.। মানবিক এ উদ্যোগে ইতোমধ্যে প্রায় ৩ হাজার পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়া স্থানীয় বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিসহ ব্যক্তিগত উদ্যোগে নগদ আরো ৫ লক্ষাধিক টাকা অনুদানে খাদ্য সহায়তা দেয়া হয়েছে।
জানা যায়, প্যাসিফিক কনজ্যুমার গুড্স লি. লাকসামের একটি বৃহৎ শিল্প প্রতিষ্ঠান। এখানে বিপুল সংখ্যক মানুষের কর্মস্থান সৃষ্টি হয়েছে। প্রতিষ্ঠানটি গুণগত মানসম্পন্ন খাদ্যসামগ্রী উৎপাদনের পাশাপাশি এলাকায় আত্মমানবতার সেবায় ভূমিকা রেখে আসছে।
চলমান করোনা পরিস্থিতিতে সমাজের সুবিধাবঞ্চিত প্রায় তিন হাজার পরিবারের মধ্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করে ব্যাপক প্রশংসিত হয়। প্রতি পরিবারকে প্রদত্ত খাদ্যসামগ্রীর মধ্যে ছিল- চাল ৫ কেজি, আটা ৪ কেজি, আলু ২ কেজি, তেল ১ লিটার, মরিচ গুড়া ২০০ গ্রাম, হলুদ গুড়া ২০০ গ্রাম ও ১ কেজি বিস্কুট। এছাড়াও, প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্থানীয় বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিসহ ব্যক্তিগত উদ্যোগে নগদ আরো ৫ লক্ষাধিক টাকা খাদ্য সহায়তা দেয়া হয়েছে।
দেশের চলমান পরিস্থিতিতে প্যাসিফিক কনজ্যুমার গুড্স লি.-এর এমন মানবিক উদ্যোগের প্রশংসা করেন লাকসামের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। একসাথে নিত্যপ্রয়োজনীয় এতগুলো পণ্য পেয়ে গরীব-অসহায় পরিবারের মধ্যে আনন্দ দেখা দেয়। সমাজের সুবিধাবঞ্চিত মানুষ প্যাসিফিক কনজুমার গুডস লি.-এর এমন মানবিকতার জন্য প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক সাখাওয়াত হোসেন মামুন ও পরিচালক শাহাদাত হোসেন মুরাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্যাসিফিক কনজ্যুমার গুড্স লি. এর পরিচালক শাহাদাত হোসেন মুরাদ জানান, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরে ভালো লাগছে। দেশের দূর্যোগপূর্ণ মুহুর্তে কোন মানুষ যাতে অনহারে না থাকতে হয় এজন্য খাদ্যসামগ্রী বিতরণ ও নগদ অর্থে খাদ্য সহায়তা দিয়েছি। প্রতিষ্ঠানের পক্ষ থেকে সুবিধাবঞ্চিত মানুষদের সহায়তা কার্যক্রম অব্যাহত আছে বলে তিনি জানান।
ব্যবস্থাপনা পরিচালক সাখাওয়াত হোসেন মামুন বলেন, করোনা পরিস্থিতি বিশ্বব্যাপী অর্থনীতিতেও বিরূপ প্রভাব সৃষ্টি করেছে। শিল্প-কারখানা বন্ধ থাকায় শ্রমজীবী মানুষ কর্মহীন হয়ে পড়েছে। মানবিক দায়বদ্ধতা থেকে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছি। তিনি সমাজের ধর্নাঢ্য ব্যক্তিদের সামর্থ অনুযায়ী স্ব-স্ব এলাকার সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।