মোঃ খোরশেদ আলম:
দেশের এই দুর্যোগ আর ক্রাইসিসে জননিরাপত্তা নিশ্চিত করতে এবং মানবিক কাজে সরাসরি অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ বাহিনী জীবনের ঝুঁকি নিয়ে।
করোনা ভাইরাস সংক্রমিত হয়ে মানুষ থেকে মানুষে। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জন ফোন করছেন ।পুলিশ চলে যাচ্ছে তাদের দোরগোড়ায় সেবা নিশ্চিত করতে, খাবার পৌঁছে দিতে। পুলিশ বাহিনী যদি নিজে সতর্ক না হয়, সচেতন না হয় তাহলে যুদ্ধের ময়দানে যোদ্ধা আহত হবার মত অবস্থা! যোদ্ধাই যদি ভালো না থাকে যুদ্ধ করবে কিভাবে? এই অদৃশ্য শত্রুর মোকাবেলা করতে নিজেদের সচেতন হওয়া ছাড়া বিকল্প নাই।
আমার শ্রদ্ধেয় অভিভাবক, বাংলাদেশ পুলিশের জীবন্ত কিংবদন্তী, ঢাকা রেঞ্জের ডিআইজি, জনাব হাবিবুর রহমান বিপিএম(বার), পিপিএম(বার) মহোদয় এবং নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ জায়েদুল আলম,পিপিএম(বার) মহোদয়ের নির্দেশক্রমে করোনা ভাইরাস প্রতিরোধে সোনারগাঁ ও বন্দর থানার কর্মকর্তা ও ফোর্সদের করোনা ভাইরাস মোকাবিলায় বিশেষ ব্রিফিং। নিজেরা সচেতন না হতে পারলে, নিজেদের নিরাপত্তা নিশ্চিত না করতে পারলে অন্যদের নিরাপত্তা নিশ্চিত সম্ভব না।
আমার দায়িত্ব প্রাপ্ত এলাকা আমি সার্বক্ষণিক মনিটরিং করে যাচ্ছি। নিয়মিত কাজের অংশ হিসেবে, ঢাকা চিটাগং হাইওয়ের মোগড়াপাড়া, লাঙ্গলবন্দ, মদনপুর এবং কাঁচপুর চেকপোস্ট ডিউটি তদারকি৷ সরকারি নির্দেশনার বাইরে কোন যানবাহন যেন চলাচল না করতে পারে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ।
আপনাদের জন্য বাইরে আছি। প্লিজ আপনারা ঘরে থাকুন। আমাদের জন্য দোয়া করবেন যেন সুস্থতার সাথে সকল দায়িত্ব পালন করতে পারি ।
লেখক: অতিরিক্ত পুলিশ সুপার
নারায়নগঞ্জ ‘খ’ সার্কেল।