স্টাফ রিপোর্টার: লাকসামের রাজনৈতিক অঙ্গনের পরিচিত মুখ ও তরুণ ব্যবসায়ী দলিলুর রহমান মানিক মানবিকতার উপহার নিয়ে গ্রামীন জনপদের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছেন। লাকসাম পৌরশহরে স্ব-পরিবারে বসবাস করলেও নাড়ীর টানে প্রায়ই তিনি গ্রামের বাড়ি লাকসামের মুদাফরগঞ্জ দক্ষিণ ইউনিয়নের শ্রীয়াং ছুটে যান। নিজ ইউনিয়নে দলমত নির্বিশেষে তিনি একজন জনপ্রিয় ব্যক্তি। যে কোন সমস্যায় তিনি মানুষের পাশে ছুটে যান। সমস্যাগ্রস্ত মানুষকে সাধ্যানুযায়ী সহযোগিতা করেন। তার এমন মানবিকতায় এলাকাবাসী তাকে হৃদয় দিয়ে ভালোবাসেন।
চলমান করোনা পরিস্থিতিতে শ্রীয়াং নিজ বাড়ি, প্রতিবেশী ও কিছু স্বজন কষ্টে দিনাতিপাত করছেন- এমন খবর পেয়ে দলিলুর রহমান মানিক ব্যক্তিগত অর্থে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী প্যাকেট করে সমস্যাগ্রস্ত পরিবারের মাঝে অত্যন্ত গোপনীয়তার সাথে পৌঁছে দেন। গ্রামীন জনপদের প্রায় পৌনে একশ’ পরিবারের মধ্যে তিনি খাদ্যসামগ্রী পৌঁছে দেন। তার এমন মানবিকতায় কষ্টে থাকা পরিবারের সদস্যদের মধ্যে হাসি ফুটে উঠে। তারা দলিলুর রহমান মানিকের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিকট দোয়া করেন। তিনি এলাকায় গিয়ে ঘোষণা দিয়েছেন, চলমান পরিস্থিতি যতদিন থাকবে এ এলাকার কেউ না খেয়ে থাকবে না। আমি সাধ্যমতো পাশে থাকার চেষ্টা করবো।
রাজনৈতিক ও ব্যবসায়ী দলিলুর রহমান মানিক বলেন, করোনা পরিস্থিতিতে কাজ না থাকায় সমাজের মর্যাদাসম্পন্ন অনেক মানুষও সমস্যায় পড়েছে। তারা অনেক কষ্টে দিনাতিপাত করলেও কারো কাছে সাহায্যের জন্য যান না। সমাজের বিত্তবানরা স্ব-স্ব বাড়ি, প্রতিবেশী ও সমস্যায় থাকা স্বজনদের পাশে দাঁড়ালে চলমান দুঃসময়ে কাউকে না খেয়ে থাকতে হবেনা। মানবিক এ বিপর্যয়ে তিনি সকলকে এগিয়ে আসার উদাত্ত আহবান জানান। পাশাপাশি সকলকে স্বাস্থ্যবিধি মেনে বাসায় নিরাপদে থাকার অনুরোধ করেন।