স্টাফ রিপোর্টার: কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলায় চলমান করোনা সংকট মোকাবিলায় প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছে স্বেচ্ছাসেবী টিম ‘সংশপ্তক’।
নাঙ্গলকোট উপজেলায় মোট ১৬টি ইউপি ও ১টি পৌরসভায় মোট ১৭টি ইউনিটে ১ হাজার ৭০০ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে একটি পরিবারের চলার মতো এক সপ্তাহের ত্রাণসামগ্রী বিতরণ করেছে সংগঠনটি।
ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল, আলু, তেল, ছোলা, সাবান ও আরো অন্যান্য সামগ্রী। এছাড়া টিম ‘সংশপ্তক’ করোনা মোকাবিলায় আরো কিছু কার্যক্রম চালিয়ে যাচ্ছে। পুরো উপজেলায় নিয়মিত জীবাণুনাশক প্রয়োগ, জরুরি চিকিৎসা সেবা প্রদান ছাড়াও আরো অনেক জনসচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে টিম ‘সংশপ্তক’।
‘সংশপ্তক’র এর মূল উদ্যোক্তা এবং সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র জহিরুল ইসলামের জানান, সংশপ্তক’র মোট ৬৩৩ জন সাধারণ সদস্য এবং ৪১ জন ডাক্তার মিলে মোট ১৭টি টিমে ভাগ হয়ে প্রতিনিয়ত সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। নাঙ্গলকোটের সাধারণ জনগণ, রাজনৈতিক নেতারা এবং প্রশাসন তাকে এই মহৎ কাজে সহযোগিতা করছে।
সংশপ্তক’দর উপদেষ্টা জাবেদ হোসাইন বলেন, ‘সংশপ্তক’ টিমে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাএরা কাজ করে যাচ্ছেন। কয়েকজনের নাম উল্লেখ করে তিনি বলেন, তাদের একান্ত প্রচেষ্টায় আজ সংশপ্তক টিম তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পেরেছে। করোনা সংকট যতদিন চলমান থাকবে টিম ‘সংশপ্তক’ ততদিন তাদের কার্যক্রম চালিয়ে যাবে।