কেফায়েত উল্লাহ মিয়াজী: কুমিল্লার নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়নের ইউপি সদস্য নুরুল ইসলাম আলমগীরের পারিবারিক অর্থায়নে বৃহস্পতিবার রাতে ৪ গ্রামে করোনা ভাইরাসের কারণে কর্মহীন ও দরিদ্রদের ঘরেঘরে ইফতার সামগ্রী পৌঁছে দিলেন। ইফতার সামগ্রীতে অর্থের যোগান দিয়েছেন মেম্বারের ভাই ব্যাংক কর্মকর্তা হায়াতুন্নবী মজুমদার ফরিদ, মালয়েশিয়া প্রবাসী জাহাঙ্গীর আলম, বাহরাইন প্রবাসী সামছুল আলম।
শতাধিক পরিবারের মাঝে এসব ইফতার সামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন পেরিয়া ইউপির ৭নং শ্রীফলিয়া ওয়ার্ড সদস্য নুরুল ইসলাম আলমগীরের পিতা হাজী মাস্টার আনোয়ার হোসেন, সরকারী তিতুমীর কলেজ ছাত্রলীগ নেতা বোরহান উদ্দিন রিয়াজ, এম এ ছালেহ, যুবলীগ নেতা শাহিন মজুমদার, হানিফ মিয়া, ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি শাহপরান জাবেদ, সাধারণ সম্পাদক সাইফুল মাহমুদ জীবন প্রমুখ।