মডেল-অভিনেত্রী সারিকা সাবরিন। সংসার ও ব্যক্তিগত কাজ নিয়ে বেশি ব্যস্ত এই অভিনেত্রী। এজন্য নাটক-টেলিফিল্মে তার উপস্থিতিও কম। গত ঈদুল ফিতরের আগে ঘোষণা দিয়েছিলেন, ঈদের পর অভিনয়ে নিয়মিত হবেন। কিন্তু ঈদের পরও অভিনয়ে দেখা যায়নি এই অভিনেত্রীকে।
অবশেষে কথা রাখলেন সারিকা। দুর্গাপূজা উপলক্ষে ‘ভুল কাব্য’ নামে একটি নাটকে অভিনয় করলেন তিনি। গতকাল মঙ্গলবার নাটকটির শুটিংয়ে অংশ নেন তিনি। আর এর মাধ্যমে আবারো নাটকে ফিরলেন তিনি।
‘ভুল কাব্য’ নাটকে তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। এতে একজন ডিভোর্সি নারীর চরিত্রে দেখা যাবে সারিকাকে। এটি পরিচালনা করেছেন তুহিন হোসেন।
নাটকে ফেরা প্রসঙ্গে সারিকা বলেন, ‘প্রচুর কাজের প্রস্তাব পাচ্ছি। কিন্তু সব নাটকে তো আর অভিনয় করা যায় না। আর গড়পড়তা কাজে যুক্ত হতে ইচ্ছা করে না। এদিকে আমার মেয়ে বড় হয়েছে, তাকেও সময় দিতে হয়। এজন্য কাজ কম করি। কিন্তু মিডিয়া থেকে বিদায় নেয়ার কোনো পরিকল্পনা নেই। দর্শক যতদিন আমার অভিনয় পছন্দ করবেন, ঠিক ততদিন কাজ করব।’