স্টাফ রিপোর্টার: চলমান করোনা পরিস্থিতিতে দেড় শতাধিক সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেছেন সৌদি আরব প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও নাঙ্গলকোট উপজেলা যুবলীগের সহ-সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন পিন্টু। তিনি নাঙ্গলকোট উপজেলার রায়কোট দক্ষিণ ইউনিয়নের নগরীপাড়া, ঝাটিয়াপাড়া সহ ইউনিয়নের দুইটি ওয়ার্ডের গরীব, অসহায় ও কর্মহীনদের মধ্যে নিজস্ব অর্থায়নে এসব ইফতার সামগ্রী বিতরণ করছেন। প্রতি পরিবারের জন্য প্রদত্ত ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে- ছোলাবুট, মুড়ি, আলু, তেল ও লবণ।
দেলোয়ার হোসেন পিন্টু গরীব, অসহায় ও কর্মহীন মানুষের বাড়ি বাড়ি গিয়ে নিজ হাতে ইফতার সামগ্রী পৌঁছে দেন। তার এমন মানবিকতায় কষ্টে থাকা পরিবারের সদস্যদের মধ্যে হাসি ফুটে উঠে। বর্তমান সংকটে যারা সমস্যায় থেকেও লোকলজ্জার কারণে কারো কাছে সাহায্য চাইতে পারেন না, তাদের পরিবারে সর্বোচ্চ গোপনীয়ভাবে তিনি ইফতার সামগ্রী পৌঁছে দেয়ার ঘোষণা দিয়েছেন। এমন কেউ তার মোবাইলে ফোন দিলেই তিনি ইফতার সামগ্রী পৌঁছে দিবেন। এমন ব্যতিক্রম উদ্যোগে এলাকাবাসী তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট প্রাণখুলে দোয়া করেন।
সৌদি আরব প্রবাসী ব্যবসায়ী দেলোয়ার হোসেন পিন্টু বলেন, করোনা পরিস্থিতিতে সমাজের গরীব, অসহায় ও কর্মহীন মানুষরা চরম সমস্যায় পড়েছে। মানবিক দিক বিবেচনায় সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করার সিদ্ধান্ত নিয়েছি। এলাকার মধ্যবিত্ত সমস্যাগ্রস্ত কেউ যাতে অনহারে না থাকে এজন্য তাদেরকেও গোপনীয়ভাবে সহযোগিতা করবো। চলমান পরিস্থিতিতে তিনি বিত্তবানদের এগিয়ে আসার উদাত্ত আহবান জানান। পাশাপাশি সকলকে স্বাস্থ্যবিধি মেনে বাসা-বাড়িতে নিরাপদে থাকার অনুরোধ করেন।