স্টাফ রিপোর্টার: কুমিল্লা জেলায় শনিবার (১৮ এপ্রিল) পর্যন্ত ৩১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যলয় সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, দেশে করোনার প্রভাব শুরু হলে কুমিল্লা জেলায় ৪ হাজার ৭শ’ ৩০ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। তাদের মধ্যে ৩ হাজার ৩শ’ ৮৩ জনকে ইতোমধ্যে ছাড়পত্র দেয়া হয়েছে। এখনো হোম কোয়ারেন্টাইনে আছে ১ হাজার ৩শ’ ৪৮ জন। উপসর্গ নিশ্চিত হতে আইইডিসিআর-এ নমুনা প্রেরণ করা হয়েছে ৪শ’ ৫৬ জনের। তাদের মধ্যে রিপোর্ট এসেছে ২শ’ ৯৬ জনের। তাদের মধ্যে পজেটিভ এসেছে ৩১ জনের। নেগেটিভ এসেছে ২শ’ ৬৫ জনের। এখনো রিপোর্ট আসেনি ১৬০ জনের।
শুক্রবার (১৭ এপ্রিল) পর্যন্ত কুমিল্লায় করোনাভাইরাসে সর্বমোট আক্রান্তের সংখ্যা ছিল ৩০ জন। আজ শনিবার নতুন একজন আক্রান্তের রিপোর্ট আসে। কুমিল্লার নতুন আক্রান্ত যে একজনের রিপোর্ট এসেছে তার বাড়ি জেলার দাউদকান্দি উপজেলায়। আক্রান্ত ব্যক্তি সম্প্রতি নারায়নগঞ্জ থেকে এসেছেন বলে জানা গেছে।
কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন ডা.মো. শাহাদাত হোসেন জানান, করোনাভাইরাস থেকে রক্ষা পেতে স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই। তিনি সকলকে বাসা-বাড়িতে নিরাপদে থাকার পরামর্শ দেন।