ডেস্ক রিপোর্ট: সম্প্রতি কুমিল্লা জেলার লালমাই উপজেলার বাকই উত্তর ইউনিয়নের চালের ডিলার কর্তৃক গরীব, অসহায় মানুষের জন্য বরাদ্দকৃত ১০ টাকা কেজি দরের চাল নিয়ে জালিয়াতি ও ভুক্তভোগীদের মানববন্ধন এবং উপজেলা প্রশাসন বরাবর লিখিত অভিযোগের প্রেক্ষিতে একটি প্রতিবেদন প্রকাশ করার পর ডিলার কবির হোসেন ও স্থানীয় চেয়ারম্যানের লোকজন অজ্ঞাত পরিচয়ে আনন্দ টিভি লাকসাম প্রতিনিধি, দৈনিক প্রাণের বাংলাদেশ পত্রিকার কুমিল্লা দক্ষিণ জেলা প্রতিনিধি এবং বিবিসিবার্তা ২৪ এর প্রকাশক ও সম্পাদক এম এ কাদের অপুকে প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে তিনি লাকসাম থানায় একটি জিডি করেছেন। যার নং ৬৭৭। তারিখ ১৮ এপ্রিল ২০২০।
এছাড়াও তার বিরুদ্ধে সোস্যাল মিডিয়া ফেসবুকে বিভ্রান্তিকর অপপ্রচার এবং দেশের বাহিরে বসে একটি চক্র muktirmichil24 নামক একটি পোর্টালে উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা প্রচারণা চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেন সাংবাদিক অপু।
সাংবাদিক এম এ কাদের অপু জানান, ডিলার কবিরের চাল চুরির বিষয়ে এলাকায় মানববন্ধন হয়েছে। মানববন্ধনের ২ দিন পর চেয়ারম্যান তার নিজ কার্যালয়ে ভুক্তভোগীদের ডেকে নিয়ে ৩০ কেজি সরকারি চালের স্থলে ২৫ কেজি করে দেওয়ায় লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম ইয়াসির আরাফাত বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। এরই প্রেক্ষিতে ‘লালমাইয়ে খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাত, ইউএনও বরাবর অভিযোগ’- শীর্ষক এই শিরোনাম একটি সংবাদ প্রকাশ করার পর থেকেই (১৭ এপ্রিলের পর) আমাকে হুমকি-ধমকি ও বিভিন্ন ফেসবুক আইডি থেকে গালিগালাজ থেকে শুরু করে হুমকি দিয়ে আসছে একটি দুষ্কৃতিকারী চক্র। এ বিষয়ে আমি থানায় জিডি করেছি। ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।