স্টাফ রিপোর্টার: করোনাভাইরাসের বিরূপ প্রভাবে সমস্যাগ্রস্ত গরীব, অসহায় ও কর্মহীন পরিবারের পাশে দাঁড়িয়েছে স্ট্যান্ডার্ড ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট লি. নামক জনকল্যাণমুখী একটি প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের উদ্যোগে লাকসাম উপজেলার মুদাফরগঞ্জ দক্ষিণ ইউনিয়নের কাগৈয়া গ্রামের অর্ধশতাধিক পরিবারের মধ্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে। সমাজের সমস্যাগ্রস্ত মানুষ খাদ্যসামগ্রী পেয়ে খুবই খুশি হয়। এমন উদ্যোগের জন্য তারা প্রতিষ্ঠান কর্তৃপক্ষের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রতিষ্ঠানের চেয়ারম্যান দলিলুর রহমান মানিক ও ব্যবস্থাপনা পরিচালক মনির হোসেন জানান, প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে শ্রমজীবি মানুষরা স্বেচ্ছায় গৃহবন্দি। তাদের কোন উপার্জন না থাকায় অনেকের পরিবারে খাদ্য সমস্যা প্রকট আকার ধারণ করেছে।সরকার সুবিধাবঞ্চিতদের মানুষকে খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছে।
সরকারের পাশাপাশি এসব মানুষদের আমরাও মানবিক খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছি। যতদিন এই প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে এ এলাকার মানুষের খাদ্য সমস্যা থাকবে ততদিন আমরা প্রতিষ্ঠানের পক্ষ থেকে সাধ্যানুযায়ী তাদেরকে সহযোগিতা করার চেষ্টা চালিয়ে যাব।
জানা যায়, স্ট্যান্ডার্ড ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট লি. একটি জনকল্যাণ প্রতিষ্ঠান। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়ার মানোন্নয়নে অনুদানসহ মেধাবী এবং গরীব শিক্ষার্থীদের লেখাপড়ার পথ সুগম করতে আর্থিক সহায়তা দিয়ে আসছে প্রতিষ্ঠানটি। বিভিন্ন সামাজিক, স্বেচ্ছাসেবী কর্মকান্ডে প্রতিষ্ঠানটি প্রশংসনীয় ভূমিকা রেখে যাচ্ছে।