ডেস্ক রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে বাংলাদেশে মৃত্যুর সংখ্যা ১০০ ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘন্টায় নতুন মৃত্যু ১০ জন। এ নিয়ে সর্বমোট মৃত্যু ১০১ জন। নতুন আক্রান্তের সংখ্যা ৪৯২ জন। সারাদেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৯৪৮ জনে।
সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এসব তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপনা করেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা ও অধিদফতরের এমআইএস পরিচালক ডা. হাবিবুর রহমান খান।
বুলেটিন উপস্থাপনকালে করোনার বিস্তাররোধে সবাইকে বাড়িতে থাকার এবং স্বাস্থ্য বিভাগের পরামর্শ মেনে চলার আহ্বান জানানো হয়।
এদিকে, সরকারি-বেসরকারি সূত্রের বরাতে বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ তথ্য প্রকাশ করে ওয়ার্ল্ডোমিটার ডটকম। তাদের হিসাবে বিশ্বে মোট আক্রান্ত হয়েছেন ২৪ লাখ ১৪ হাজার ৫৯৫ জন। প্রাণহানি সংখ্যা এক লাখ ৬৫ হাজার ১৭৪।
আক্রান্ত হয়ে সেরে উঠেছেন ৬ লাখ ২৯ হাজার ৪৩৭ জন। এখনো ১৬ লাখ ১৯ হাজার ৯৮৪ জন সংক্রমিত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।