স্টাফ রিপোর্টার: কুমিল্লার আদর্শ সদর উপজেলার ১নং কালিরবাজার ইউনিয়নের ধনুয়াখলা গ্রামের প্রবাসী শিল্পপতি ষ্টার গোল্ড গ্রুপের পরিচালক নূরুল ইসলাম নূরের নেতৃত্বে কালিরবাজার ইউনিয়নের বিভিন্ন পেশার ৪ শতাধিক লোক আওয়ামী লীগের যোগদান করেছেন।
গত ২৯ সেপ্টেম্বর দুপুরে কালিরবাজার সিআইপি আবুল কালাম ব্রাদার্স মাকেট প্রাঙ্গনে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপির হাতে ফুল দিয়ে প্রবাসীসহ তরুণ ভোটার, বিভিন্ন পেশার লোকজন ও বেশ কিছু নেতা-কর্মীরা বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগদান করেন।
কালিরবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুস সোবাহান ভূইয়ার সভাপতিত্বে যোগদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাড. মো.আমিনুল ইসলাম টুটুল, আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক কাজী আবুল বাশার, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল, কালিরবাজার ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. সেকান্দর আলী, ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মো. ইউনুছ প্রমুখ।
এসময় দুবাই প্রবাসী স্টার গোল্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সিআইপি আবুল কালাম, সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র জমির উদ্দিন খান জম্পি, কাউন্সিলর শাহ আলম খান, মহানগর আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক দুলাল মাহমুদ, সদস্য মোখলেছুর রহমান, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান অ্যাড. হোসনেয়ারা বকুল, কোতয়ালী মডেল থানার ওসি আনোয়ারুল হক, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক এম এইচ মনির ও ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক মো.সোলেয়মান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি বলেন, আমি কুমিল্লায় সুস্থ ধারার রাজনীতি প্রতিষ্ঠার জন্য কাজ করছি। আওয়ামী লীগ গরিব ও দুস্থদের টাকা পয়সা খেয়ে রাজনীতি করে না। আমি যতবার নির্বাচিত হয়েছি কুমিল্লা উন্নয়নের কথা চিন্তা করেছি। আগামীতে নেতা-কর্মীদেরকে সাথে নিয়ে উন্নয়নে কুমিল্লাকে আরও এগিয়ে নিয়ে যাবো। আওয়ামী লীগের কর্মীদের প্রতি হুশিয়ারী উচ্চারণ করে বলেন, কেউ দলের পদ ব্যবহার করে ভিজিটিং কার্ড করবেন না। দলের পদ ব্যবহার করে কেউ অন্যায় করলে ছাড় পাবেন না। নবাগতদের দলের পদ দিতে পারব না, কিন্তু তাদের স্থান হবে আমাদের হৃদয়ে।