ফারুক আল শারাহ: চলমান করোনাভাইরাসের কারণে দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে শ্রমিক সংকটে পড়ায় কুমিল্লার লাকসামে সমস্যাগ্রস্ত কৃষকের ধান কেটে দিয়েছেন মানবিক সংগঠন ভিক্টোরি অব হিউম্যানিটি অর্গানাইজেশনের স্বেচ্ছাসেবীরা। আজ সোমবার দিনব্যাপী উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের ইরুয়াইন গ্রামের জনৈক কৃষকদের ধান কেটে দেন তারা। এমন ব্যতিক্রম উদ্যোগের প্রশংসা করেন স্থাণীয়রা।
কৃষকদের ধান কাটা কার্যক্রমে অংশ নেন, ভিক্টোরি অব হিউম্যানিটির অর্গানাইজেশনের সভাপতি ফয়সাল হোসেন বাপ্পি, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম সুজন, সদস্য মাইনুল ইসলাম রাসেল, মেহেদী হাসান মিঠু, ইমন হোসেন মোহসিন আলম, রাজীব হোসেন, হৃদয় হোসেন, রিয়াজ হোসেন, মাসুদ আলম, শরীফ হোসেন, ওসমান গণি, সিয়াম হোসেন, আরাফাত হোসেন, আজাদ হোসেন, সাকিব প্রমুখ।
সংগঠনের সভাপতি ফয়সাল হোসেন বাপ্পি বলেন, চলমান করোনা পরিস্থিতিতে শ্রমিক সঙ্কটে পড়েছেন কৃষকরা। মানবিক দিক বিবেচনায় সমস্যাগ্রস্ত কৃষকের ধান কেটে দিয়েছি। অন্য কোন কৃষকের ধান কেটে দেয়ার প্রয়োজন হলে হটলাইন (০১৭৭৯-৮৩৯৬০৮) নম্বরে যোগাযোগ করলে সাড়া দেয়ার চেষ্টা করবো। তিনি এমন কাজে সমাজের তরুণ ও যুব সম্প্রদায়কে এগিয়ে আসার অহবান জানান।