স্টাফ রিপোর্টার: গত ১৮ আগস্ট কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের জামতলী জামতলী এলাকায় তিশা পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিক্সাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সিএনজিতে থাকা নাঙ্গলকোটের ঘোড়াময়দান গ্রামের জসীম উদ্দিন, তার মা, স্ত্রী, বড় ছেলে, মেঝো ছেলে, একমাত্র মেয়ে সহ ছয় জন ঘটনাস্থলে মারা যায়। ওই দুর্ঘটনায় ভাগ্যক্রমে শিশু রিফাত বেঁচে গেলেও মারাত্মক আহত হন। স্বজনহারা রিফাতের চিকিৎসার ব্যয়ভার বহন করতে যখন হিমশিম খেতে হচ্ছে ঠিক সেই সময়ে এগিয়ে এসেছে নাঙ্গলকোটে সাড়া সাগানো সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রবাসের আলো’।
মানবতার কল্যাণে অনবদ্য ভূমিকা পালনকারী এ সংগঠনের প্রধান উদ্যোক্তা মেহেদী মিলনের আন্তরিক প্রচেষ্টায় রিফাতের চিকিৎসায় ৮১ হাজার ৪শ’ ৪০ টাকা সংগ্রহ হয়। প্রবাসের আলোর আহবানে সাড়া দিয়ে দেশ-বিদেশের অনেকে এ অর্থ সহযোগিতা করেন।
গত ২৭ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৫ঘটিকায় প্রবাসের আলোর উদ্যোগে ঘোড়াময়দান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে রিফাতের আত্মীয় ও এলাকার গন্যমান্য ব্যক্তির হাতে রিফাতের চিকিৎসায় নগদ ৮১ হাজার ৪ শ’ ৪০ টাকা হস্তান্তর করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসের আলোর অন্যতম সদস্য ও ময়ূরা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ তাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হারুনুর রশিদ চৌধুরী, মাষ্টার আব্দুর রহিম, কামাল মোল্লা, খোকন কোম্পানী, সিরাজুল ইসলাম দিনু, জাকের হোসেন, জসীম উদ্দীন প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন প্রবাসের আলো’র সদস্য মোঃ নাছির উদ্দিন।