স্টাফ রিপোর্টার: লাকসাম পৌর এলাকায় কৃষকের ৮ একর জমির ধান কেটে বাড়ি পৌঁছে দিলেন প্যানেল মেয়র মো. আবদুল আলিম দিদার। তাকে এমন মানবিক কাজে সহযোগিতা করেন দেড় শতাধিক স্বেচ্ছাব্রতী তরুণ।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে প্যানেল মেয়র-২ ও ৬নং ওয়ার্ডের কাউন্সিলর আবদুল আলীম দিদারসহ তার নেতৃত্বে এলাকার দেড় শতাধিক তরুণ স্বেচ্ছাশ্রমে বাতাখালী গ্রামের কৃষক হাবিবুর রহমান, জহির আহম্মদ, সিরাজুল হক, বর্গাচাষী বকুল বেগম, সায়েরা খাতুন ও ফয়জুন্নেসাসহ ৮/১০ জন কৃষকের ধান কেটে বাড়িতে তুলে দেন।
জানা যায়, অন্যান্য বছর বেরো মৌসুমে দেশের উত্তরাঞ্চলের রংপুর, দিনাজপুর, কুড়িগ্রামসহ বিভিন্ন এলাকা থেকে দলে দলে ধান কাটার শ্রমিক এখানে আসতো। কিন্তু বর্তমান করোনা পরিস্থিতির কারণে ধান কাটার শ্রমিকের চরম সংকট দেখা দেয়। বিষয়টি বিবেচনায় নিয়ে লাকসাম পৌর প্যানেল মেয়র-২ ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. আবদুল আলিম দিদার কৃষকেদের ধান কেটে বাড়ি পৌঁছে দেয়ার সিদ্ধান্ত নেন। তাকে এ কাজে স্বতঃস্ফুর্ত সহযোগিতা করেন জনপ্রতিনিধি দিদার।
আবদুল আলিম দিদার বলেন, নির্বাচনের সময় জনগণকে সেবা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম। এখন এ মানবিক সহায়তার মধ্য দিয়ে সে প্রতিশ্রুতিও পালন হলো। মানুষের এমন সেবা দিতে পেরে আমি গর্বিত।
তিনি জানান, এলাকার অসহায় কৃষকদের জমিতে ধান কেটে বাড়ি তুলে দিতে স্বেচ্ছাব্রতী দেড় শতাধিক তরুণদের ৫টি গ্রুপে ভাগ করে দেওয়া হয়। আজ মঙ্গলবার প্রায় ৮ একর জমির ধান কাটা হয়েছে। আগামীকাল বুধ এবং পরশু বৃহস্পতিবারও ধান কাটা অব্যাহত থাকবে।
উপকারভোগীর জানান, বর্তমান করোনা পরিস্থিতি এবং শ্রমিক সংকটের সময় ওয়ার্ড কাউন্সিলরের এমন উদ্যোগের জন্য আমরা তাঁর কাছে ঋণী।
এদিকে ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র মো. আবদুল আলিম দিদারসহ তাঁর নেতৃত্বে তরুণদের এমন উদ্যোগের জন্য এলাকাবাসী ভূয়সী প্রশংসা করেন।