স্টাফ রিপোর্টার: সাংবাদিকতা জগতের কিংবদন্তি, কুমিল্লার কৃতি সন্তান, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক এবং নিউজ টুয়েন্টি ফোর ও রেডিও ক্যাপিটাল এর সিইও নঈম নিজাম সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক মনোনীত হওয়ায় নাঙ্গলকোট সাংবাদিক সমিতির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন- নাঙ্গলকোট সাংবাদিক সমিতির সভাপতি ও দৈনিক আমাদের নাঙ্গলকোট পত্রিকার সম্পাদক ও প্রকাশক বাপ্পি মজুমদার ইউনুস, সহ-সভাপতি রিজওয়ান মজুমদার গিলবাট, সাধারণ সম্পাদক রবিউল হোসেন রাজু, সাংগঠনিক সম্পাদক মুহিবুল্লাহ আল হুসাইনী, দপ্তর সম্পাদক নাঈম উদ্দিন (প্রিন্স নয়ন), প্রচার সম্পাদক মোহাম্মদ আব্দুল হান্নান, সদস্য হুমায়ুন কবির প্রমূখ।
আগামী ৪ অক্টোবর শুক্রবার সকাল ৯ ঘটিকা থেকে বিকাল ৪ টা পর্যন্ত নাঙ্গলকোট সাংবাদিক সমিতির আয়োজনে সাংবাদিকতা বিষয়ে বুনিয়াদি প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। ওই অনুষ্ঠানে দেশবরেণ্য সাংবাদিক নঈম নিজাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।