স্টাফ রিপোর্টার: সৌদি আরব বৃহত্তর কুমিল্লা আওয়ামী পরিবারের উদ্যোগে স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপিকে সংবর্ধনা দেয়া হয়েছে। সৌদি আরবের মক্কায় এ উপলক্ষে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ব্যতিক্রম অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৌদি আরব বৃহত্তর কুমিল্লা আওয়ামী পরিবারের সভাপতি মোঃ মিজানুর রহমান সুমন।
সংবর্ধিত প্রধান অতিথি স্থাণীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি প্রবাসীদের উদ্দেশ্যে করে বলেন, আপনারা প্রবাসীরা দেশের মর্যাদা বৃদ্ধির জন্য কাজ করছেন। আপনারা যারা প্রবাসে আছেন তারা দেশকে ভালোবাসেন। আপনারা জীবিকার তাগিদে প্রবাসে অবস্থান করলেও আপনাদের হৃদয়টা বাংলাদেশে পড়ে আছে। বাংলাদেশকে এমন পর্যায়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে যেন বিদেশে মানবেতর জীবন যাপন করতে না হয়। ২০৩০ সালের মধ্যে বাংলাদেশে বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। বিদেশে না এসে যেন দেশে বেশি পরিমাণ উপার্জন করতে পারে এ লক্ষ্যে সরকার কাজ করছে।
মন্ত্রী আরো বলেন, গ্রাম-গঞ্জে কোন মানুষ আর কষ্টে থাকতে হবেনা। শহরের সুবিধা গ্রামে পৌঁছে দেয়া হবে। দেশের বিভিন্ন স্থানে প্রায় শতভাগ বিদ্যুতায়ন হয়েছে। যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল ক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি হয়েছে। দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন হয়েছে। উন্নয়নের এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে দেশ-প্রবাসে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
সৌদি আরব বৃহত্তর কুমিল্লা আওয়ামী পরিবারের সাধারণ সম্পাদক মজিবুল হক মজিব এবং সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক খোকন এর প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান ও মুন্সিগঞ্জের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ, মনোহরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন, সৌদি আরবের জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটের কাউন্সিলর মুজিবুর রহমান, বৃহত্তর কুমিল্লা সমিতি জেদ্দার সভাপতি নেয়ামুল বশির।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- তরুণ আওয়ামী লীগ নেতা ও সৌদি আরব বৃহত্তর কুমিল্লা আওয়ামী পরিবারের সহ-সভাপতি এনামুল কবির খান (পিন্টু) সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সোহাগ হোসেন, মক্কা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি হাবিবুল্লাহ সওদাগর, মক্কা বঙ্গবন্ধু আওয়ামী ফাউন্ডেশনের সভাপতি মোজাম্মেল হক, মক্কা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি হারুন খান, জেদ্দা বৃহত্তর কুমিল্লা সমিতির সহ-সভাপতি হুমায়ুন কবরি, সৌদি আরব বৃহত্তর কুমিল্লা আওয়ামী পরিবারের সাংগঠনিক সম্পাদক নজিমুদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াদ হোসেন, ফ্রেন্ডস অব বাংলাদেশ মক্কা মহানগর আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি শফিকুর রহমান, প্রচার সম্পাদক তাজুল ইসলাম, সহ-সভাপতি আনিসুল আশেকীন মজুমদার, হাজী আবু তাহরে, ফ্রেন্ডস অব বাংলাদেশ মক্কা মহানগর আওয়ামীলীগের সহসভাপতি আবদুল গফুর, সৌদি আরব বৃহত্তর কুমিল্লা আওয়ামী পরিবারের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী ইদূ মিয়া, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক মোঃ কাউসার, শিল্প-বাণিজ্য বিষয়ক সম্পাদক আব্দুস সাত্তার গাজী, কোষাধ্যক্ষ মামুন, ছালেহ আহমেদ মিয়াজী, গোলাপ হোসেন, বিল্লাল হোসেন, মাইয়ুফ, ইসমাইল ভূঁইয়া, মানিক খান, মোহাম্মদ উল্লাহ প্রমূখ।