স্টাফ রিপোর্টার: লাকসাম পৌরসভা প্যানেল মেয়র ও ৪ নং ওয়ার্ড কাউন্সিলর বাহার উদ্দিন বাহারের নেতৃত্বে একদল যুবক ও তরুণ সমস্যাগ্রস্ত কৃষকের পাশে দাঁড়িয়েছেন। বুধবার তারা স্থানীয় কৃষকদের ধান কেটে বাড়ি পৌঁছে দেন। এ উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসিত হয়।
জানা যায়, বর্তমান করোনা পরিস্থিতিতে উত্তরবঙ্গের শ্রমিক না আসায় কৃষকদের চরম দুর্দিন যাচ্ছে। শ্রমিক সংকটে তারা ধান কেটে বাড়ি আনতে পারছেন না। বিষয়টি বিবেচনায় নিয়ে লাকসাম পৌরসভার প্যানেল মেয়র ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর বাহার উদ্দিন বাহার স্থানীয় যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগের নেতা-কর্মীদের নিয়ে সমস্যাগ্রস্ত কৃষকদের ধান কেটে বাড়ি পৌঁছে দেন। বুধবার দিনব্যাপী তাদের এ উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসিত হয়।
জনপ্রতিনিধি বাহার উদ্দিন বাহারকে ধান কাটতে যারা সহযোগিতা করেন তাদের মধ্যে রয়েছেন, ৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আবদুল কাদের শাহীন, সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন মানিক, সহ-সভাপতি রাজ্জাক, সাগর সিং, শাহাজান শাজু, সোহেল, মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক তৌফিকুল হায়দার আবদুল, রাসেল, জাফর, যুবলীগ নেতা এরশাদ, মনির, মাসুম, ডাঃ দীপক, হানিফ, হালিম, সিরাজ জয়নাল, সেচ্ছাসেবক লীগের ওয়ার্ড সিনিয়র সহসভাপতি রাজিবুর রহমান লুহিন, সাংগঠনিক সম্পাদক সরুজ, ছাত্রলীগের সভাপতি মাইনউদ্দিন জনি, সাধারণ সম্পাদক কাউসার আহমেদ, সহ সভাপতি, অনিক সাহা অপু, ছাত্রলীগ নেতা রাফি, সজিব, নুর মোহাম্মদ প্রমূখ।
৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আবদুল কাদের শাহীন বলেন, লাকসাম পৌরসভার প্যানেল মেয়র ও ৪নং ওয়ার্ডের সুযোগ্য কাউন্সিলর বাহার উদ্দিন বাহার একজন জনবান্ধব প্রতিনিধি। তিনি ওয়ার্ডবাসীর যে কোন সমস্যায় সবার আগে এগিয়ে আসেন। করোনা পরিস্থিতিতে তিনি এলাকাবাসী সমস্যা সমাধানে সার্বক্ষনিক তৎপর রয়েছেন। কারো কোন সমস্যার কথা শুনলেই মুহুর্তে ছুটে যাচ্ছেন। এমন জনপ্রতিনিধি পেয়ে আমরা গর্বিত।
প্যানেল মেয়র ও ওয়ার্ড কাউন্সিলর বাহার উদ্দিন, জনপ্রতিনিধিদের কাজ জনগণের দুঃখে পাশে থাকা। এ দায়িত্ববোধ থেকেই মানুষের পাশে থাকার চেষ্টা করি সবসময়। আমি চাই আমার এলাকার একটি মানুষও কষ্টে না থাকুক। কারো কষ্ট আমার সহ্য হয়না। করোনা পরিস্থিতিতে মানুষ শুধু আতংকেই পড়নি। শ্রমজীবি মানুষরা কর্মহীন হয়ে পড়েছে। এলজিআরডি মন্ত্রী মহোদয়ের নির্দেশনায় মানুষের পাশে থেকে সমস্যা সমাধানের চেষ্টা করে যাচ্ছি। কৃষকদের ধান কাটতে পেরে নিজের কাছেও ভালো লাগছে। এলাকার যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের ভাইয়েরা আমাকে এমন কাজে সহযোগিতা করায় তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।