ফারুক আল শারাহ: কুমিল্লার লাকসাম পৌরসভায় তিনটি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে। শহরের দক্ষিণ লাকসাম এলাকার দুই সহোদর চৌমুহনীতে করোনায় মৃত রোগীর সংস্পর্শে থাকার খবরে স্থানীয় প্রশাসন তাদের বাড়ি সহ আশেপাশের তিনটি বাড়ি লকডাউন করে দেন। আজ বৃহস্পতিবার সকালে তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে।
জানা যায়, পৌরসভার দক্ষিণ লাকসাম সাহাপাড়া এলাকার দুই সহোদর নোয়াখালীর চৌমুহনীতে একই ফার্মে চাকুরি করতেন। ওই ফার্মে চাকুরিরত এক সহকর্মী করোনা আক্রান্ত হওয়ার পর দুই সহোদরের মধ্যে একজন ৮দিন আগে লাকসামে চলে আসেন। এরই মধ্যে করোনা আক্রান্ত সহকর্মী মারা গেলে গতকাল বুধবার রাতে অন্য ভাইও বাড়িতে চলে আসেন। দুই ভাই করোনায় মৃত ব্যক্তির সংস্পর্শে থাকার খবর পেয়ে তাৎক্ষনিক স্থাণীয় প্রশাসন তাদের বাড়িসহ আশে-পাশের তিনটি বাড়ি লকডাউন করে দেন।
লাকসাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবদুল আলী জানান, আজ বৃহস্পতিবার সকালে ওই দুই সহোদরের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর-এ পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে তাদের শারীরীক অবস্থা জানা যাবে।
লাকসাম পৌরসভার মেয়র অধ্যাপক আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে কওে বলেন, খবর পেয়ে তাৎক্ষনিক তিনটি বাড়ি লকডাউন করা হয়েছে। করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে বাসা-বাড়িতে অবস্থানের অনুরোধ করেন।