শাহ নুরুল আলম:
কুমিল্লার লাকসাম নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের অনার্স ১ম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার কলেজ মিয়নায়তনে অধ্যক্ষ প্রফেসর বাবুল চন্দ্র শীলের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন, কলেজ উপাধ্যক্ষ প্রফেসর মেজর মিতা সফিনাজ, লাকসাম পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের, প্যানেল মেয়র-২ কাউন্সিলর আবদুল আলীম দিদার, প্রফেসর মোঃ হুমায়ুন কবীর ভূঁইয়া, প্রফেসর মোঃ শামছুল ইসলাম, এ.এফ.এম হাফিজুর রহমান, শাহনাজ বেগম প্রমুখ। অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়।