ফারুক আল শারাহ: চলমান করোনাভাইরাসের শ্রমিক সঙ্কটে পড়া দরিদ্র কৃষকদের জন্য ‘হটলাইন’ চালু করেছে কুমিল্লার লাকসামের সাড়া জাগানো সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভিক্টোরি অব হিউম্যানিটি অর্গানাইজেশন’।
কোন দরিদ্র কৃষক হটলাইনে ফোন করলেই সংগঠনের স্বেচ্ছাসেবীরা গিয়ে ধান কেটে দিচ্ছেন। আজ বৃহস্পতিবার লাকসামের কান্দিরপাড় ইউনিয়নের কামড্যা গ্রামের নিতান্ত একজন দরিদ্র কৃষকের ধান কেটে দেন তারা।
এতে অংশগ্রহণ করেন সংগঠনের প্রচার সম্পাদক সাইফুল ইসলাম সুজন, সদস্য মাইনুল ইসলাম রাসেল, আল মামুন, রিয়াজ হোসেন, জাহিদ হোসেন, ওসমান গণি, রনি, রাকিব হোসেন, মারুফ হোসেন, রাশেদুল ইসলাম প্রমুখ।
সংগঠনের প্রচার সম্পাদক সাইফুল ইসলাম সুজন বলেন, ভিক্টোরি অব হিউম্যানিটি অর্গানাইজেশন সবসময় মানবতার সেবায় থাকবে। যুব ও তরুণ সমাজকে অসহায় কৃষকদের পাশে দাঁড়ানোর অনুরোধ করছি।
ভিক্টোরি অব হিউম্যানিটি অর্গানাইজেশন সভাপতি ফয়সাল হোসেন বাপ্পি বলেন, চলমান করোনা পরিস্থিতিতে শ্রমিক সঙ্কটে পড়েছেন কৃষকরা। মানবিক দিক বিবেচনায় হতদরিদ্র কৃষকের ধান কেটে দেয়ার জন্য সংগঠনের পক্ষ থেকে হটলাইন (০১৭৭৯-৮৩৯৬০৮) চালু করেছি। ইতোমধ্যে আমরা কয়েকজন হতদরিদ্র কৃষকের ধান কেটে দিয়েছি। এ কার্যক্রম অব্যাহত থাকবে।