স্টাফ রিপোর্টার: লাকসাম পৌরসভার ৪নং ওয়ার্ডের উত্তর লাকসাম (বেলতলি গ্রামের) সুবিধাবঞ্চিত মানুষের দুর্দিন যাচ্ছে। ওই এলাকার স্থাণীয় একটি মসজিদের অস্থায়ী মুয়াজ্জিনের করোনা শনাক্ত হওয়ায় মসজিদের আশেপাশের সকল বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে। এতে নিম্নআয়ের মানুষদের কোন উপার্জন না থাকায় তাদের মধ্যে দুশ্চিন্তা দেখা দিয়েছে। বিষয়টি জানতে পেরে তাদের পাশে দাঁড়িয়েছেন লাকসাম পৌরসভার প্যানেল মেয়র ও ৪নং ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর বাহার উদ্দিন।
তিনি আজ শনিবার ওই এলাকার সমস্যাগ্রস্ত সকল পরিবারের মধ্যে ইফতার সামগ্রী পৌঁছে দেন। তাকে এ কাজে সার্বিক সহযোগিতা করেন ৪নং ওয়ার্ড যুবলীগ সভাপতি ও জননন্দিত যুবনেতা আবদুল কাদের শাহীন।
জনপ্রতিনিধি বাহার উদ্দিন ও যুবলীগ নেতা আবদুল কাদের শাহীন অত্যন্ত সতর্কতার সাথে স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের স্বেচছাব্রতীদের মাধ্যমে সমস্যাগ্রস্ত পরিবারের মধ্যে ইফতার সামগ্রী পৌঁছে দেন। ইফতার পেয়ে সমস্যাগ্রস্ত পরিবারের সদস্যদের মধ্যে আনন্দ দেখা দেয়।
চলমান করোনা পরিস্থিতিতে লাকসাম পৌরসভার ৪নং ওয়ার্ডের সুবিধাবঞ্চিত মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন কাউন্সিলর বাহার উদ্দিন ও যুবলীগ নেতা আবদুল কাদের শাহীন। তারা নাগরিকদের যে সমস্যা সমাধানে মুহুর্তেই চমক দেখাচ্ছেন। চলমান দুঃসময়ে তাদের এমন মানবিকতা সর্বত্র প্রশংসিত হচ্ছে।