স্টাফ রিপোর্টার: নাঙ্গলকোটের ২নং পেরিয়া ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবির মজুমদারের বিরুদ্ধে একই ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মোশারফ মজুমদার ও তার ছেলে ছাত্রলীগ নেতা আমজাদকে কুপিয়ে জখম করে ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে। গতকাল সোমবার রাতে ইউনিয়নের সাঙ্গিশ্বর গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, চেয়ারম্যান হুমায়ুন, ভাতিজা ফরহাদ ও ভাগিনা মাসুমের নেতৃত্বে ৫০/৬০ জন সন্ত্রাসী তাদের বাড়িতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা করে মোশারফ মজুমদার ও ছেলে আমজাদকে কুপিয়ে জখম করে ও বাড়িঘর ভাঙচুর করে। এ ব্যাপারের মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। এই ঘটনার পর এলাকায় ধমধমে অবস্থা বিরাজ করছে।
এদিকে, প্রতিপক্ষের অভিযোগ অস্বীকার করে চেয়ারম্যান হুমায়ুন কবির মজুমদার জানান, মোশারফ মজুমদার ও তার পরিবারের লোকজন আমার বিরুদ্ধে নানা অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। আমি এ বিষয়ে এলাকাবাসীর নিকট বিচার দাবি করলে তারা পরিকল্পিতভাবে আমার উপর হামলা ও বাড়িঘর ভাংচুর করে। আবুল কালাম মজুমদার ও আবু ছোয়াব নামক দুই জন বয়োবৃদ্ধ মানুষ আমাকে বাঁচাতে এগিয়ে আসলে তারা তাদের উপর হামলা চালায়। তাদেরকে আশঙ্কাজনকভাবে কুমিল্লা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে । এ বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করতে তিনি প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।