স্টাফ রিপোর্টার:
কুমিল্লার মনোহরগঞ্জে এক স্কুল ছাত্রীকে অপহরণের একদিন পার হলেও উদ্ধার করা যায়নি। অপহৃত কিশোরী জনতা বাজার সোলাইমান উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোর রাতে তাকে উপজেলার সরসপুর নিজ বাড়ি থেকে অপহরণ করা হয়।
ওই ছাত্রীর পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে সরসপুর গ্রামের ইউনুস বেপারীর বাড়ির প্রবাসী হারুনুর রশিদের স্কুল পড়ুয়া মেয়েকে একই ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের শহিদুল্লাহর ছেলে অরিদ হাসান অপু উত্ত্যক্ত করে আসছে । গত ১৫ মার্চ স্কুলে যাওয়ার পথে অপু বন্ধুদের সহায়তায় ওই স্কুল ছাত্রীকে অপহরণ করে। এ ঘটনায় মনোহরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়েরের পর অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনার পর থেকে ওই প্রবাসী পরিবারকে হুমকি-ধমকি দিয়ে আসছে অপু ও তার বন্ধুরা।
এরই প্রেক্ষিতে মঙ্গলবার ভোর রাতে অরিদ হাসান অপু তার সহযোগী ডুমুরিয়া গ্রামের মহিন উদ্দিনের ছেলে ফয়সাল, কামাল মিয়ার ছেলে জহির মিয়া, সরসপুর গ্রামের কামাল মিয়ার ছেলে রাকিব, নুরু হাফেজের ছেলে রাকিব ও ফজলুল হকের ছেলে সেলিম দ্বিতীয়বারের মতো অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এসময় তারা ওই প্রবাসীর ঘরে হামলা চালিয়ে এবং অস্ত্রের ভয় দেখিয়ে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুটপাট করে নিয়ে যায় বলে প্রবাসীর পরিবারের অভিযোগ সূত্রে জানা যায়। তারা এ বিষয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।
সরসপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান জানান, বিষয়টি স্থানীয়ভাবে মিমাংশার জন্য বসেছি। আজ বুধবার সন্ধ্যার মধ্যে ওই স্কুল ছাত্রীকে তার পরিবারের নিকট পৌঁছে দিতে নির্দেশনা দিয়েছি।
মনোহরগঞ্জ থানার অফিসার ইনসার্জ (ওসি) মোঃ মেজবাহ উদ্দিন ভূঁইয়া বলেন, খবর পেয়ে তাৎক্ষনিক পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। স্থানীয়ভাবে বিষয়টি মিমংশার চেষ্টা চলছে বলে তিনি জানান।