এম.এ মান্নান লাকসাম: বর্তমান করোনা পরিস্থিতিতে লকডাউনে মানুষ ঘরবন্দি। এ পরিস্থিতিতে দরিদ্র, অসহায় ও শ্রমজীবী মানুষরা দুর্বিসহ দিনাতিপাত করছেন। বিষয়টি বিবেচনায় নিয়ে লাকসাম উপজেলার পাশাপুর গ্রামের প্রবাসীরা সমস্যাগ্রস্ত পাশে দাঁড়িয়েছেন। তাদের উদ্যোগে ২০০ সমস্যাগ্রস্ত পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয়েছে। কর্মহীন ঘরবন্দি এবং গরীব-অসহায় মানুষগুলো খাদ্য সামগ্রী পেয়ে ভীষণ খুশি।
জানা যায়, উপজেলার মুদাফরগঞ্জ উত্তর ইউনিয়নের পাশাপুর গ্রামের প্রবাসী ব্যক্তিদের উদ্যোগে গ্রামের ২০০ জন হতদরিদ্র পরিবার মাঝে আজ শুক্রবার (১ মে) বিকালে পাশাপুর দক্ষিণপাড়া হাজী মোস্তফা মিয়ার বাড়িতে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। পরে ভ্যনগাড়ী করে খাদ্যসামগ্রী নিয়ে কর্মহীন মানুষের ঘরে ঘরে গিয়ে প্রতিটি পরিবারে ৫ কেজি চাল, ১ লিটার তৈল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ২ কেজি ছোলা, ১ কেজি মুড়ি, ১ কেজি পিঁয়াজ ও ১টি মুরগি সহ নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী পৌঁছে দেয়া হয়।
ওই এলাকার আলী আহম্মদ এক প্যারালাইসিস রোগী তার ঘরে খাবার পেয়ে খুশিতে কান্নায় করে বলেন, বহুদিন মাংশ খাইনা। আজ রাতে পেট ভরে খাবো। এলাকার প্রবাসীদের ভাইদের জন্য দোয়া করি, আমাকে ও সমাজের অসহায় মানুষের সহযোগিতা করার জন্য। প্রত্যেক সমাজের মানুষগুলো এভাবে অসহায় ব্যক্তির পাশে এগিয়ে আসুন।
সৌদি আরবের বিশিষ্ট ব্যবসায়ী মামুন ও গোলাপের সার্বিক তত্ত্বাবধানে খাদ্যসামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন, হাজী মোস্তফা মিয়া, সাগর আহম্মদ সুমন, মামুন, কামাল হোসেন, সোহরাব প্রমুখ।