স্টাফ রিপোর্টার: চলমান করোনা পরিস্থিতিতে মানবিকতায় সাড়া জাগিয়েছেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এম. রুবেল হোসেন। একের পর এক জনকল্যাণমুলক কার্যক্রম বাস্তবায়ন করে তিনি ব্যাপক প্রশংসিত হচ্ছেন।
কুমিল্লা দক্ষিণ জেলা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি আবু তৈয়ব অপি’র সার্বিক তত্ত্বাবধানে ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম রুবেল হোসেন এর উদ্যোগে করোনা মহামারী শুরু থেকে কুমিল্লা শহরের প্রাণকেন্দ্রে হ্যান্ড স্যানিটাইজার, মাক্স, গ্লাভস বিতরণ করছেন, কখনো মানুষকে বাড়িতে রাখার জন্য প্রয়োজনীয় সবজি বিতরণ করছেন, কখনো অসহায় দরিদ্র হতদরিদ্র মানুষের বাড়িতে খাবার পৌঁছে দিচ্ছেন আবার রমজান মাসব্যাপী ছিন্নমূল অসহায় ভাসমান মানুষদের মাঝে ইফতার বিতরণ করছেন।
খোঁজ নিয়ে জানা যায়, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম রুবেল হোসেন কুমিল্লা শহরে ১০০০ হ্যান্ড স্যনিটাইজার, মাস্ক এবং গ্লাভস বিতরণ করেছেন। টানা ১০ দিন কুমিল্লা শহরের পাড়া-মহল্লায় ঘুরে ঘুরে ৫ থেকে ৬ হাজার পরিবারকে সবজি বিতরণ করেছেন। দরিদ্র হতদরিদ্র খুঁজে খুঁজে প্রায় দুই থেকে আড়াইশ’ পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। বর্তমানে কুমিল্লা শহরে ছিন্নমূল অসহায় ভাসমান মানুষদেরকে মাসব্যাপী ইফতার খাওয়ানোর দায়িত্ব নিয়ে প্রতিদিন ২০ থেকে ৩০ জন স্বেচ্ছাসেবক এম. রুবেল হোসেনের সাথে কুমিল্লা শহরে অভুক্ত মানুষকে খাওয়ানোর জন্য কাজ করে যাচ্ছেন।
কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল হোসেন বলেন, আমরা জননেত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সকল সিদ্ধান্ত বাস্তবায়ন করে বাংলাদেশ থেকে করোনাকে প্রতিহত করতে এবং আমাদের এই কুমিল্লাকে করোনামুক্ত করতে আমরা কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগ আমাদের যথাসাধ্য অনুযায়ী কাজ করে যাব।