Amazon আর Flipkart এর সাথেই Paytm এ শুরু হয়েছে দীপাবলি অনুষ্ঠানের বিক্রি। আগমী ৬ অক্টোবর পর্যন্ত চলবে Paytm Maha Cashback Carnival বিক্রি। এখানে থাকছে একাধিক ‘ক্র্যাকার ডিল’। সেখানে ভারতীয় ৯৯ টাকায় Redmi স্মার্টফোন কেনা যাবে। এছাড়াও ১ টাকায় মিলবে বাজেট স্মার্টফোন। আজ থেকে ৬ অক্টোবর পর্যন্ত ক্র্যাকার ডিল চলবে।
বাংলাদেশ থেকে যারা ভারতে বেরাতে গিয়েছেন তারা ভারতীয়দের সহযোগীতায় এই অফার গ্রহন করতে পারেন।
HDFC ব্যাংকের ডেবিট অথবা ক্রেডিট কার্ড ব্যবহার করে অন্তত পাঁচ হাজার টাকা (রুপি) কেনাকাটায় ১০ শতাংশ ছাড় পাবেন গ্রাহক। ইএমআই ট্রানজাকশনেও এই সুবিধা পাওয়া যাবে। তবে এসকল সুবিধাই ভারতীয়দের জন্য।
এছাড়াও Maha Cashback Carnival সেলে Apple, Samsung, Oppo, Vivo, Xiaomi সহ সব জনপ্রিয় কোম্পানির স্মার্টফোন সস্তা হয়েছে। এই সেলে কেনাকাটা করলে 10,000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর 17,000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার পাওয়া যাবে।