স্টাফ রিপোর্টার: নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়ন চেয়ারম্যান হুমায়ুন কবির মজুমদার নেতৃত্বে তার সন্ত্রাসী বাহিনীর হামলায় গুরুতর আহত ছাত্রলীগ নেতা আমজাদ হোসেন জুয়েল (২৫) মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ফেসবুকে অপ্রপচারের অভিযোগ এনে এ হামলার ঘটনা ঘটে। হামলায় ৬ জনকে আহত করা হয়। গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বড়সাঙ্গিশ্বর গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, পেরিয়া ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবির মজুমদারের বিরুদ্ধে ইউনিয়নের ৫০-৬০ জন হত দরিদ্রকে ঘর করে দেয়ার কথা বলে তাদের থেকে ১০ হাজার টাকা করে ঘুষ গ্রহণের অভিযোগ উঠে। ভূক্তভোগীরা ৪ বছরেও ঘর না পেয়ে গত কিছুদিন যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও অনলাইন টেলিভিশনে ভিডিও বক্তব্যের মাধ্যমে প্রতিবাদ জানায়। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হওয়া নিয়ে চেয়ারম্যান হুমায়ুন কবির ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহবায়ক মোশারফ হোসেন মজুমদারের পরিবার ও তার ভাতিজাদের দায়ী করে। এর জের ধরে চেয়ারম্যানের নেতৃত্বে সন্ত্রাসী তার বাহিনী সোমবার রাত সাড়ে ১০টার দিকে দেশীয় অস্ত্রশস্ত্র সহ প্রতিপক্ষের উপর হামলা চালায়।
হামলায় পেরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক বড়সাঙ্গিশ্বর গ্রামের মোখলেছুর রহমান মজুমদারের ছেলে মোশারফ হোসেন মজুমদার (৬০), তার ছেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা আমজাদ হোসেন জুয়েল (২৫), মোশারফ হোসেন মজুমদারের ভাই ফারুক আহম্মেদ মজুমদারের স্ত্রী মীর মোর্শেদা বেগম (৪৮), তার ছেলে মাহতাব উদ্দিন ফাহিম (২০), বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মোহাম্মদ আলী মিঠু (২৬) ও মোসলেহ উদ্দিন মুন্না (২৩) আহত হয়।
আহতদের নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমজাদ হোসেন জুয়েল ও মোহাম্মদ আলী মিঠুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাদের দুইজনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানা গেছে। ছাত্রলীগ নেতা আমজাদ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।
ওইদিন জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে নাঙ্গলকোট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত দু’জনকে উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। গুরুতর আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন বলে জানা গেছে।
বিষয়টি ঘিরে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে এলাকায় প্রতিবাদের ঝড় উঠেছে। এ বিষয়ে দ্রুত প্রশাসনিক পদক্ষেপ নেয়া না হলে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী।
পেরিয়া ইউনিয়ন চেয়ারম্যান হুমায়ুন কবির মজুমদার তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে জানান, প্রতিপক্ষ আমার বিরুদ্ধে নানা অপপ্রচার চালিয়ে আসছে। আমি এলাকাবাসীর নিকট এর বিচার দাবি করলে আমাদের উপর হামলা চালায়। এতে তার পক্ষীয় দুইজন আহত হওয়ায় তাদেরকে কুমিল্লা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তিনি জানান।
নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।