নিহতের পিতা অহিদুর রহমান বলেন, দুপুর ১২টার দিকে তার মেয়ে শারমীন বমি করতে ছিল তখন তারা তড়িঘড়ি করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের বুকে NR লেখা ছিল বলে ধারনা করা হচ্ছে প্রেমঘটিত কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তরুনীর মৃত্যু হয় বলে দাবি করেন চিকিৎসকরা।
নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডাক্তার খায়ের মোহাম্মদ সোবহান অনিক বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।
পরিবারের ভাষ্যমতে, স্বাভাবিক মৃত্যু মনে হলেও লাশের ময়না তদন্ত করছে পুলিশ। এ ঘটনায় মৃত্যুটি রহস্যজনক মনে করছেন অনেকেই।
নাঙ্গলকোট থানার উপ-পরিদর্শক মুহাম্মদ আনোয়ার খন্দকার বলেন, খবর পেয়ে আমরা মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে। রিপোর্ট আসলে মৃত্যুর কারণ জানা যাবে।