স্টাফ রিপোর্টার: চলমান করোনা দূর্যোগের দুঃসময়ে নাঙ্গলকোটের দৌলখাঁড় ইউনিয়নের সোন্দাইল গ্রামের ক্যান্সার আক্রান্ত ইসমাইলের পাশে দাঁড়িয়েছে সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রবাসের আলো’। সম্প্রতি তার পরিবারের হাতে ২ লাখ টাকা হস্তান্তর করেন প্রবাসের আলোর বাংলাদেশ শাখার আহবায়ক ডা. আবদুল কাইয়ুম সোহাগ, সদস্য আবদুল হক সওদাগর ও বাহরাইন শাখার সদস্য অলি উল্লা। প্রবাসীদের আন্তরিক সহযোগিতায় এমন মানবিকতায় সমস্যাগ্রস্ত পরিবারটির পাশে দাঁড়ানো সম্ভব হয়ে বলে জানা গেছে।
ক্যান্সার আক্রান্ত ইসমাইল মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। পরিবারের বিকল্প কোন পরিবার মানবেতর জীবন যাপন করছেন। তার দু’টি মাছুম বাচ্চার ভবিষ্যতের কথা চিন্তা করে ফান্ড গঠন করে এ অর্থ সহায়তা করা হয়েছে। প্রবাসের আলোর এমন ব্যতিক্রম উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসিত হয়।
২০১৭ সালে ‘ প্রবাসের আলো সংগঠনটি যাত্রা শুরুর পর থেকে আর্তমানবতার সেবায় প্রশংসনীয় ভূমিকা রেখে আসছে। শুরু করে এই পর্যন্ত প্রায় ৩০০টি পরিবারের পাশে দাঁড়িয়েছে সংগঠনটি। প্রতিবছর ঈদে এবং শীতকালীন সময়ে সুবিধাবঞ্চিত অসহায়দের পাশে দাঁড়িয়েছে সংগঠনটি। কয়েকটি সমস্যাগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়ে নগদ অর্থ সহায়তা করে সংগঠনটি এলাকায় ব্যাপক সাড়া জাগিয়েছে। ইতোপূর্বে জোড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী ছাত্রী তাসফিয়ার ব্রেন টিউমার চিকিস্যার জন্য ১ লাখ ৬৫ হাজার টাকা, হাসানপুরের এক গৃহহীন পরিবারকে ঘর নির্মাণ করে দেয়া, কাশিপুরের দু’জন পুঙ্গ, জোড্ডার এক অসহায় নিঃসন্তান পঙ্গু নারীকে নগদ অর্থ সহায়তা, বাইয়ারার এক হতদরিদ্র মেয়ের বিয়েতে ও ক্যান্সার চিকিৎসায় এক অসহায় নারীকে নগদ অর্থ সহায়তা দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে প্রবাসের আলো।
এছাড়া, নাঙ্গলকোটের ঘোড়াময়দান গ্রামের বহুল আলোচিত দুঘটনায় একই পরিবারের ৭ জন নিহত হলেও একমাত্র শিশু সন্তান রিফাত মুমুর্ষ অবস্থা থেকে সুস্থ হয়েছে। শিশু রিফাতকে চিকিৎসায় নগদ ৮১ হাজার অর্থ সহায়তা দিয়েছে প্রবাসের আলো। এভাবে সুবিধাবঞ্চিতদের সহযোগিতা সহ সামাজিক ও স্বেচ্ছাসেবী কর্মকান্ডে প্রশংসনীয় ভূমিকা রেখে আসছে প্রবাসের আলো। মানবিক এ সংগঠনের এমন ব্যতিক্রম কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন নাঙ্গলকোটের বিভিন্ন শ্রেনি-পেশার মানুষ।
প্রবাসের আলোর প্রধান উদ্যোক্তা মেহেদী মিলন বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট শুকরিয়া আদায় করছি স্বল্প সময়ে অসংখ্য মানবিক কাজ সফলভাবে সম্পন্ন করতে পেরেছি। প্রবাসীদের আন্তরিক সহযোগিতা ব্যতীত এত প্রশংসনীয় উদ্যোগ কোনভাবেই বাস্তবায়ন করা সম্ভব হতো না। যারা প্রবাসের আলোর মানবিক কার্যক্রমে এগিয়ে এসেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও অভিনন্দন জানাচ্ছি। চলমান করোনা পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিন দেশ-প্রবাসের সকলকে হেফাজত করুক। সকলে স্বাস্থ্যবিধি মেনে চলুন। বাসা-বাড়িতে নিরাপদে থাকুন।