মোহাম্মদ সোহরাব হোসেন
————————————————
জগত জুড়ে চলছে যে আজ
মহামারি করোনা
মানব জাতি বড় অসহায়
মরন ব্যাধির যন্ত্রণায়।
ভয়ে কাঁপছে আজ বিশ্ববাসী
কাঁপছে থরথর,
সবার মনে বইছে তুফান
করোনারই ডর।
রাজা-বাদশা ফকির-মিসকিন
কাউকেযে সে চিনেনা
লাফিয়ে লাফিয়ে চলছে শুধু
মরণ ব্যাধি করোনা।
নিষ্ঠুর ব্যাধি থামছেনা আজ
মানছেনা কোন বান,
মৃত্যুর মিছিল বেড়েই চলছে
ঝরছে লক্ষ প্রাণ।
আতংকে আজ কাঁপছে মানুষ
ভয় শুধু করোনা,
হাজার চেষ্টা করেও তারে
থামানতো যাচ্ছে না।
থমকে গেছে পৃথিবী আজ
কেহ ঘবের বাহির হচ্ছেনা,
ক্ষুদার জ্বালায়ও মরছে মানুষ
কর্মের চাকা যে ঘুরছে না।
এভাবে আর কতদিন তান্ডব
চলবে করোনা,
পৃথিবীবাসী জানতে চায়
কোথায় তার শেষ ঠিকানা?