সোহরাব হোসেন: নাঙ্গলকোটে বজ্রপাতে মোঃ হেদায়েত উল্লাহ ওরপে হেদু (৫৫) নামক এক কৃষকের মৃত্যু হয়। আজ বুধবার সকালে উপজেলার দক্ষিণ শাকতলী গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত আবদুল লতিফের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই কৃষক সকাল সাড়ে ৮টার দিকে তার বাড়ির পাশে বীজ তলায় ধানের বীজ বপন করছিল। এসময় আকস্মিক বজ্রপাতে মুহুর্তেই তিনি মারা যান। স্থানীয়রা তাৎক্ষনিক তার মরদেহ উদ্ধার করেন। নিহত কৃষকের তিন ছেলে ও তিন মেয়ে রয়েছে। কৃষি কাজ ছাড়াও তিনি মাঝে মধ্যে স্থানীয় ওমরগঞ্জ বাজারে পান সুপারিও বিক্রি করত। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।