স্টাফ রিপোর্টার: কুমিল্লার নাঙ্গলকোটের বোড়রা গ্রামে এক শ্রমিকের টাকা না দিয়ে পুন:রায় কাজ করতে বাধ্য করার প্রতিবাদ করাকে কেন্দ্র করে দলীয় বিষয়ে রূপ দিয়ে মিথ্যা অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে।
জানা যায়, উপজেলার বোড়রা গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে মকবুল আহমেদ একই এলাকার অষ্টগ্রামের আমিনুল ইসলাম নামে এক শ্রমিককে পূর্বের কাজের টাকা না দিয়ে পুন:রায় কাজ করতে বাধ্য করে। এ নিয়ে বাক বিতন্ডার এক পর্যায়ে বোড়রা মোড়ের দোকানের সামনে ওই শ্রমিকের উপর হামলা করে মকবুল আহমেদ। বিষয়টি দেখে পাশ দিয়ে যাওয়ার সময় হামলার প্রতিবাদ করে বোড়রা গ্রামের মৃত নুরুল হকের ছেলে বক্সগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সদস্য জাকের হোসেন টিপু। সোমবার বিকেলে এ হামলার ঘটনা ঘটে। পরে এ বিষয়কে দলীয় রূপ দিয়ে মকবুল আহমেদ অপপ্রচার চালায়।
বক্সগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সদস্য জাকের হোসেন টিপু বলেন, শ্রমিক আমিনুল ইসলাম পূর্বের পারিশ্রমিক না দিলে কাজ করবেনা বলায় তার উপর হামলা করে মকবুল আহমেদ ধনু। বিষয়টি দেখে আমি প্রতিবাদ করি। এ ঘটনাকে দলীয় রূপ দিয়ে সে আমার নামে বিভিন্ন মিথ্যা অপপ্রচার চালায়। প্রকৃত পক্ষে আমি মানবিক কারণেই শ্রমিক আমিনুলকে রক্ষা করতে এগিয়ে যাই।