সাভার পৌর আওয়ামী লীগ আব্দুল মজিদ হত্যা মামলার প্রধান আসামী মানিক গ্রেপ্তার হয়েছে। এসময় তার কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (৩ অক্টোবর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে মানিককে আটক করা হয় বলে জানা যায়।
এর আগে এঘটনায় একাধিক মামলার আসামী ও মজিদ হত্যা মামলার এজাহারভুক্ত আসামী মুক্তার হোসেন (২৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ । বরিবার দুপুরে সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে নিহত মজিদের পিতা আবুল কাশেম ।
গত শনিবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে দশটার দিকে সাভারে আব্দুল মজিদ (৩৬) নামের আওয়ামী লীগের এক নেতাকে গুলি করে হত্যা করা হয়। নিহত মজিদ পৌর আওয়ামী লীগের প্রচার সম্পাদক ছিলেন। এঘটনায় স্বপন (৩৩) নামের আরও এক যুবক গুলিবিদ্ধ হয়।