স্টাফ রিপোর্টার: আনসার-ভিডিপির মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী সারাদেশের ন্যায় লাকসাম উপজেলায় আনসার ভিডিপি কার্যালয়ের ৩শ’ জন সদস্যের মাঝে মানবিক সহায়তা হিসেবে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। নিরাপদ দূরত্ব বজায় রেখে আজ বুধবার এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এতে উপস্থিত ছিলেন জেলা কমান্ডেন্ট এর প্রতিনিধি সার্কেল এ্যাডজুটেন্ট মোঃ রোমান, লাকসাম উপজেলা আনসার ভিডিপি’র প্রশিক্ষক মোঃ আল আমিন, প্রশিক্ষক কল্যাণী রাণী দাস, উপজেলা আনসার কমান্ডার আবুল কালাম আজাদ সহ আনসার-ভিডিপির ইউনিয়ন কমান্ডার ও সদস্যবৃন্দ।
কুমিল্লা জেলার ১৭টি উপজেলায় সর্বমোট উপকারভোগী ৫ হাজার ১শ’ জনের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। জনপ্রতি ৫ কেজি চাউল, ২ কেজি আলু, ডাল কেজি, পেয়াজ কেজি, তৈল ১ লিটার, সাবান ১টি, মাক্স ১টি বিতরণ করা হয়। এমন মানবিক সহায়তা পেয়ে আনসার-ভিডিপি সদস্যদের মধ্যে আনন্দ দেখা দেয়।