স্টাফ রিপোর্টার: নাঙ্গলকোটে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপি’র ব্যক্তিগত অর্থায়নে সুবিধাবঞ্চিত পরিবারের মধ্যে খাদ্য খাদ্য উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। আজ শুক্রবার দ্বিতীয়দিনের মতো উপজেলা পরিষদ মিলনায়তনে বিতরণ কার্যক্রমে অংশ নিয়েছেন কুমিল্লার জেলা প্রশাসক (ডিসি) মো. আবুল ফজল মীর ও পুলিশ সুপার (এসপি) সৈয়দ নুরুল ইসলাম।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান সামছুদ্দিন কালু, উপজেলা নির্বাহী কর্মকর্তা লামইয়া সাইফুল, অর্থমন্ত্রীর একান্ত সচিব কেএম সিংহ রতন, পৌর মেয়র আবদুল মালেক, ভাইস চেয়ারম্যান আবু ইউসুফ ভূঁইয়া, উপজেলা ত্রাণ কমিটির আহ্বায়ক অধ্যাপক জয়নাল আবেদীন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুর উল্লাহ মজুমদার, তৌহিদুর রহমান মজুমদার, আবুল বাশার জয়, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবদুর রাজ্জাক সুমন, সাধারণ সম্পাদক ওমর ফারুক মামুন প্রমূখ।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপি’র ব্যক্তিগত অর্থায়নে নিজ নির্বাচনী এলাকায় দশ হাজার পরিবারের মধ্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্য উপহার সামগ্রী বিতরণ করা হচ্ছে। নাঙ্গলকোটের জন্য বরাদ্দকৃত চার হাজার প্যাকেট আজ দ্বিতীয়দিনের মতো সুবিধাবঞ্চিতদের মধ্যে বিতরণ করা হয়।