রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে পৃথক দুই শয়ন ঘরে মা-ছেলের রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে মা-ছেলের মৃত্যু নিয়ে এলাকায় গুঞ্জন চলছে এটা হত্যা না আতœহত্যা।
জানা গেছে উপজেলার গোনা ইউনিয়নের পিরেরা গ্রামের মো. আব্দুস ছালামের স্ত্রী আশেদা বিবি (৬০) ও তার বড় ছেলে আসলাম (৩৫) প্রতিদিনের মতো শুক্রবার রাতে খাওয়া দাওয়া শেষে নিজ নিজ শয়ন ঘরে ঘুমিয়ে পড়ে।
আব্দুস ছালামের ছোট ছেলে আল-আমিন জানান, শনিবার সকাল ৭টার দিকে পার্শ্বের একটি দোকানে চা খেয়ে বাড়িতে গিয়ে ঘরের দরজা বন্ধ দেখে ডাকাডাকির একপর্যায়ে ঘরের দরজা ধাক্কা দিয়ে খুললে আমার মায়ের মৃত দেহ মাটিতে পড়ে থাকতে দেখি। পরে পাশের ঘরে তার ভাইয়েরও মৃত দেহ গলায় রশি দিয়ে পেঁচানো বিবস্ত্র আবস্থায় লাশ মাটিতে পরে থাকতে দেখে বলে তিনি জানান।
প্রতিবেশি বিউটি জানান, আমরা কাজ শেষে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। মা-ছেলে কখন বিভাবে মারা গেছে আমরা জানিনা। তবে সকালে আল-আমিনের মুখে আমরা জানতে তার মা ও ভাই মারা গেছে।
রাণীনগর থানার অফিসার ইনচার্জ জহুরুল হক জানান, ঘটনা আমি শুনে পুলিশ পাঠিয়েছি এজাহার পাওয়া স্বাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।