মোহাম্মদ আবদুর রহিম: লাকসামে এক ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর চালানোর অভিযোগ পাওয়া গেছে। এসময় হামলাকারীরা ব্যবসা প্রতিষ্ঠানের নগদ ৬০ হাজার টাকা ও মালামাল লুট করে নিয়ে যায়। স্থানীয়দের তোপের মুখে হামলায় ব্যবহৃত ধারালো একটি রামদা পেলে পালিয়ে যায়। গত শুক্রবার রাত প্রায় সাড়ে ১২টা উপজেলার মনপাল দক্ষিণপাড়ায় ইয়াছিন স্টোর নামে এক ব্যবসা প্রতিষ্ঠানে এ ঘটনাটি ঘটে।
ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ইয়াছিন ও স্থানীয়রা জানান, গত বছর একই ইউপির রাজাপুর গ্রামের সাথে মনপাল গ্রামের মধ্যে ক্রিকেট খেলা নিয়ে সংর্ঘষ হয়। এ ঘটনার সুত্র ধরে দুই গ্রামের ছেলেদের মধ্যে কয়েক দফা হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে। গত শুক্রবার দুপুরে রাজাপুর গ্রামের কয়েক জন ছেলে মনপাল গ্রামে এলে তাদেরকে আটক করে স্থানীয়রা। এ নিয়ে দুই গ্রামের সমাজপতিদের মধ্যস্থ্যতায় আটককৃত যুবকদের ছেড়ে দেওয়া হয়।
ওইদিন রাত প্রায় সাড়ে ১২টায় রাজাপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে নাইম হোসেনের নেতৃতে ১০/১২জন যুবক রামদা, চুরি, হকিস্টিক ও ক্রিকেট স্টাম্প নিয়ে মনপাল দক্ষিণপাড়ায় ইয়াছিন স্টোর নামে এক ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে আসবাপত্র ও মালামাল ভাংচুর চালায়। এসময় হামলাকারীরা ব্যবসা প্রতিষ্ঠানের নগদ ৬০ হাজার টাকা ও মালামাল লুট করে নিয়ে যায়। ব্যবসা প্রতিষ্ঠানে হামলা সংবাদ পেয়ে স্থানীয়রা তাদের দাওয়া দিলে হামলায় ব্যবহৃত ধারালো একটি রামদা পেলে পালিয়ে যায়।
স্থানীয় ওয়ার্ড মেম্বার বিল্লাল হোসেন জানায়, পাশ্ববর্তী রাজপুর গ্রামের ছেলেদের সাথে ক্রিকেট খেলা নিয়ে সংর্ঘষের পর থেকে কয়েক দফা হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে। ওই ঘটনার সুত্রধরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হয়েছে। আমি বিষয়টি ইউপি চেয়ারম্যান কে জানিয়েছি।
অভিযুক্ত রাজাপুর গ্রামের নাইমের পিতা খলিলুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, আমাদের ছেলেরা ওই গ্রামে গেলে সাবেক মেম্বার মিজানুর রহমানের নেতৃত্বে তাদেরকে দাওয়া করে। ব্যবসা প্রতিষ্ঠানে হামলা বা লুটপাটের ঘটনা সত্য নয়।