কাজী শামীম:
মুদাফরগন্জ বাজার কুমিল্লা জেলার লাকসাম উপজেলার সর্ববৃহৎ আঞ্চলিক একটি বাজার। বর্তমান করোনা ভাইরাসের সংক্রমণের ভয়ে লাকসাম উপজেলা ও কুমিল্লা জেলার প্রায় সকল মার্কেট যেখানে বন্ধ তখন শুধুমাত্র এই বাজারে কেনা-বেচা চলছে দেদারছে। এখানে ক্রেতাদের উপচেপড়া ভীড় লক্ষ্য করা যাচ্ছে। স্বাস্থ্যবিধি না মেনেই চলছে ঈদ কেনাকাটা।
জানা যায়, জনগুরুত্বপূর্ণ এ বাজারে প্রতিদিন প্রায় ৩০ হাজারের অধিক মানুষ কেনাকাটা করতে আসছে। সকাল ৯টার পর থেকে থেকে বাজারে বেচাকেনার হিড়িক পড়ে যায়। কিন্তুু বাজারের দোকান ঘর ও বাহিরে যত্রতত্র বেচাকেনায় ক্রেতা এবং বিক্রেতার হাতে মুখে থাকে না নিরাপত্তা সুরক্ষা সামগ্রী।
এছাড়া গত ২০ বছর ধরে এই বাজার ভিত্তিক কোন ব্যবসায়ী কমিটির কোন প্রকার কার্যক্রম চোখে পড়েনি। আজো বর্তমান করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে কোন প্রকার পদক্ষেপ দেখা যাচ্ছে না। অবাদে চলছে বাজারের বেচাকেনা। এমতাবস্থায়, করোনা ভাইরাস সংক্রমণের হুমকির মুখে আছে স্থানীয় এলাকাবাসী। এই বাজারের কোন ব্যবসায়ীক সংগঠন আছে কি!
মুদাফরগন্জ বাজারের সার্বিক উন্নয়নের জন্য জেলা প্রশাসন, কুমিল্লা ও উপজেলা প্রশাসন লাকসামের হস্তক্ষেপ কামনা করেছে মুদাফরগন্জ বাজারের সর্বস্তরের ব্যবসায়ীবৃন্দ।
মুদাফরগন্জ বাজারের দোকানঘর মালিক ও সাবেক অত্র বাজারের প্রাইভেট রেন্ট কার ব্যবসায়ী মোঃ শহিদুল ইসলাম বলেন, গত অনেক বছর ধরে মুদাফরগন্জ বাজার কেন্দ্রিক কোন ব্যবসায়ী সংগঠন না থাকায় মুদাফরগন্জ বাজার তার সার্বিক অবকাঠামোগত উন্নয়ন থেকে বঞ্চিত।