মোঃ খোরশেদ আলম:
বাংলাদেশ পুলিশ দেশের স্বার্থে, মানবিক কারণে, পেশাগত দায়িত্ব পালনে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছে। বর্তমান সময়ে সমগ্র বিশ্ব সহ, আমাদের দেশ এক অচলায়তনের মধ্য আছে করোনা মোকাবেলায়। করোনা ভাইরাসের বিপরীতে সম্মুখ যোদ্ধা হিসেবে বাংলাদেশ পুলিশের সব সদস্য নিবেদিত।
বাংলাদেশ পুলিশের যেসব উদ্যমী, পরিশ্রমী, তেজস্বী পুলিশ কর্মকর্তা আছে তাদের মধ্যে একজন, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ জায়েদুল আলম, পিপিএম(বার) মহোদয়।
দেশে যখন করোনা ভাইরাস মহামারি আকারে ছড়িয়ে যায় তখন থেকেই নারায়ণগঞ্জ কে রেড জোন হিসেবে সতর্ক করা হয়৷ এই জেলা পুলিশের অভিভাবক তিনি৷ স্যারকে সার্বক্ষণিক কি পরিমাণ মানসিক প্রেশার নিয়ে সবদিক কন্ট্রোল করতে হয়, দিকনির্দেশনা পালন করতে হয়, উর্ধতন কর্মকর্তাদের নিকট জবাবদিহিতা করতে হয় সেটা তিনি ছাড়া আর কেউই ভালোভাবে বুঝবেন না। কি পরিমাণ ধকল সামলাতে হয়।
নারায়ণগঞ্জ অনেক বড় একটা শহর৷ এখানে প্রচুর শিল্পকারখানা, এই শহরের উপর দিয়ে দেশের অন্যতম বৃহৎ দুটো মহাসড়ক চলমান। দেশের এক তৃতীয়াংশ জেলার সাথে সংযোগ স্থাপন হয়ে আছে ঢাকা-সিলেট মহাসড়ক এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক।
নারায়ণগঞ্জ জেলাকে সন্ত্রাসমুক্ত, অপরাধহীন রাখতে রাতদিন একাগ্রচিত্তে কাজ করে যাচ্ছেন। করোনা মোকাবেলায় তিনি মাঠে থেকে কাজ করার নির্দেশ, সার্বক্ষণিক মনিটরিং করে যাচ্ছেন।
নারায়ণগঞ্জ জেলায় ৭ টা থানা, ০৪টি তদন্ত কেন্দ্র সহ সর্বমোট ১৬টি ফাঁড়ির যখন যা দরকার, যেভাবে কাজ করা উচিৎ, দ্রুত সময়ে জনগণের দোরগোড়ায় পাশে থাকার জন্য যা যা করা উচিৎ তাই করে যাচ্ছেন।
করোনা ভাইরাস যেহেতু জনসমাগম হলে ছড়িয়ে যায় সেজন্য তিনি বারবার নির্দেশ প্রদান করে নিশ্চিত করে যাচ্ছেন নারায়ণগঞ্জে জনসমাগম এড়ানোর জন্য। করোনা ভাইরাসে আক্রান্ত পুলিশ সদস্যদের পাশে সবসময়ই তিনি ছিলেন পরিবারের অভিভাবক ন্যায়৷ এখনো তিনি তাই করে যাচ্ছেন।
বাংলাদেশ পুলিশের অভিভাবক, আইজিপি ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) মহোদয় এবং ঢাকা রেঞ্জের ডিআইজি, জনাব হাবিবুর রহমান বিপিএম(বার), পিপিএম(বার) মহোদয়ের নির্দেশনা অনুযায়ী নারায়ণগঞ্জ জেলার মানুষদের নিরাপত্তা নিশ্চিত করতে অক্লান্ত কাজ করে যাওয়া নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মহোদয়ের জন্য অনেক শুভকামনা ।
একদিন করোনা ভাইরাসের মহামারি কেটে যাবে। আলো ফিরে আসবে৷ আপনাদের রাতজাগা, নির্ঘুম ব্যস্ত সময় গুলো হয়ত মানুষ জন ভুলে যাবে।
মহান সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা স্যার যেনো সুস্থতার সাথে দায়িত্ব পালন করতে পারেন ।
লেখক: অতিরিক্ত পুলিশ সুপার
নারায়নগঞ্জ ‘খ’ সার্কেল।