রাইহানা জান্নাত
খুব সকালে পাখিডাকা ভোরে
তোমার আগে উঠতে চাই,
তোমার চোখের প্রথম দৃশ্য
আমি হতে চাই।
সূর্যকিরণ তোমায় ছোঁয়ার আগেই
তোমার অধর ছুঁয়ে দিতে চাই।
দুপুরের প্রখর রোদে যখন ঘামবে তুমি
আমি সেই রোদ্দুরে ছায়া হতে চাই।
বিকালের অস্তমিত সূর্যের সৌন্দর্য
তোমার সাথে দেখতে চাই।
মাঝরাতে হঠাৎ ঘুম ভাঙিয়ে জড়িয়ে ধরে
ভালবাসি বলতে চাই।
প্রতিটা সেকেন্ড, মিনিট, ঘন্টা
তোমার সাথে কাটাতে চাই,
আমি তোমার সাথে বুড়ো হতে চাই।
জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত
তোমার হয়ে বাঁচতে চাই।
মনজুড়ে সব অভিলাষ
তোমায় নিয়ে ভালবাসি, ভালবাসি, বড় ভালবাসি তোমায়..!!