আবদুল আজিজ:
সাম্প্রতিক সময়ের আলোচিত বিষয় যা কারো অজানা নয়। আর তা হচ্ছে করোনা এবং ডেঙ্গু জ্বর। যদিও ১৯৯৯ সালে এ রোগের ভয়াবহতা দেখা দেয়। তবে বিভিন্ন পত্রপত্রিকা/গণমাধ্যমের খবর অনুযায়ী এবার এর ভয়াবহতা আগের তুলনায় অত্যন্ত বেশি হাওয়ার সম্ভাবনা। আর তাই জনমনে বাড়ছে উৎকন্ঠা ও আতংক।
ডেঙ্গু একটি ভাইরাস জনিত রোগ যার বাহক এডিস মশা (Aedes Mosquito) । এই জ্বরের জীবাণুবাহী এডিস দ্বারা যে কোন সুস্থ ব্যক্তি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হতে পারেন। অকালে ঝরে যেতে পারে মূল্যবান জীবন। Prevention is better than cure অথ্যার্ৎ এই জ্বরের প্রতিরোধই প্রতিকার। আপনার ঘরে বা বাড়ির আঙ্গিনায় ফুলের টব, ভাঙ্গা হাঁড়িপাতিল, বাসন, বোতল,নারকেলের আচা, পুরাতন টায়ার, ঘটি, বাটি ইত্যাদিতে কয়েকদিন জমা থাকা স্বচ্ছ পানিতে এডিস মশা দ্রুত বংশবিস্তার করে। তাই এরা যাতে কোনভাবেই বংশবিস্তার না করতে পারে সেজন্য এডিস মশার জন্মানো সম্ভাব্য স্হানসমূহ সর্বদা পরিষ্কার করতে হবে। ডেঙ্গু প্রতিরোধে সরকারের পাশাপাশি জনগণের ও সমন্বিত উদ্যোগ ও অংশগ্রহণ একান্ত জরুরি। কেবল তাহলেই ডেঙ্গুজ্বরের উৎকন্ঠা ও আতংক থেকে মুক্তি পাওয়া যেতে পারে।
উল্লেখ্য যে, Aedes mosquito আকারে বড় ও এর গায়ে সাদা ডোরা কাটা দাগ থাকে। তাই এদের সহজে সনাক্ত করা যায়। ডেঙ্গু জ্বর হলে সাথে সাথে নিকটস্থ হাসপাতালে সংশ্লিষ্ট চিকিৎসকের শরণাপন্ন হোন।