বিনা সুদে সায়েদাবাদ পানি শোধনাগার ফেজ-৩ নির্মাণের জন্য ১ হাজার ৮২০ কোটি টাকা ঋণ দেবে ডেনমার্ক।
বৃহস্পতিবার রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এ সংক্রান্ত একটি ঋণ চুক্তি সই হয়। চুক্তিতে বাংলাদেশের পক্ষে সই করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব ড. নাহিদ রশীদ ও ডেনমার্কের রাষ্ট্রদূত উইনিনি ইসট্রিউপ পিটারসন।
চুক্তি সই অনুষ্ঠানে জানানো হয়, সুদবিহীন এই ঋণ সহায়তার মাধ্যমে প্রতিদিন সাড়ে ৪ লাখ ঘনমিটার পানি পরিশোধনের জন্য সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট এবং প্রতিদিন ৯ লাখ ঘনমিটার পানির জন্য উচ্চ ক্ষমতাসম্পন্ন প্ল্যান্ট নির্মাণ করা হবে।
অনুষ্ঠানে উইনিনি ইসট্রিউপ পিটারসন বলেন, ‘এসডিজি বাস্তবায়নে নিরাপদ পানি সরবরাহ জরুরি। অভ্যন্তরীণ উৎসর পানির স্তর নিচে নেমে যাচ্ছে তাই পরিবেশ রক্ষায় উপরিস্থ পানির ব্যবহার বাড়াতে হবে।’
চুক্তি সই অনুষ্ঠানে জানানো হয়, প্রকল্পটিতে ডানিডা বিজনেস ফিন্যান্সের বিনা সুদে এক হাজার ৮২০ কোটি টাকা অর্থায়ন করবে। প্রকল্পের নির্মাণ সম্পন্ন ও হস্তান্তরের ৬ মাস পর থেকে ১০ বছরে এ ঋণ পরিশোধ করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খানসহ আরো অনেকে।