স্টাফ রিপোর্টার: সম্প্রতি লাকসামের আজগরা ইউনিয়নের আশকামতা গ্রামের সমস্যাগ্রস্ত মানুষের মধ্যে এলাকার নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা করা হয়। এলাকার বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ আলহাজ্ব আবদুল লতিফ মজুমদার ব্যক্তিগত অনুদানে দ্বিতীয় পর্যায়ে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও আজগরা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুন নবী রতন, স্থানীয় জনপ্রতিনিধি মোঃ জহির হোসেন মেম্বার, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ আঃ রহিম, আওয়ামী লীগ নেতা আঃ সোবহান সেচ্ছাসেবকলীগ নেতা মিজান, ইয়াকুব, হালিম, ছাত্রলীগ নেতা রাসেল, শুভ প্রমুখ।
উল্লেখ্য, চলমান করোনা পরিস্থিতিতে আজগরা ইউনিয়নের সমস্যাগ্রস্ত মানুষের মধ্যে বিশিষ্ট সমাজ সেবক ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবদুল লতিফ মজুমদার প্রথম পর্যায়ে এক হাজার পরিবার এবং দ্বিতীয় পর্যায়ে চারশ’ পরিবারের মধ্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেন। তার এমন মানবিকতার প্রশাংসা করেন এলাকার সচেতন মহল।