জানা যায়, দেশে করোনা পরিস্থিতির শুরু থেকেই নাঙ্গলকোটে ‘সংশপ্তক’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন নিরলস কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে এ সংগঠনের উদ্যোগে ১৭শ’ সুবিধাবঞ্চিত পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হয়েছে। প্রথম পর্যায়ে সফলভাবে কার্যক্রম বাস্তবায়ন শেষে বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম নাঙ্গলকোটের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সমস্যাগ্রস্ত শিক্ষার্থী ও সুবিধাবঞ্চিতদের মানুষদের মধ্যে গোপনীয়তা রক্ষা করে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দেয়ার জন্য ব্যক্তিগত তহবিল থেকে অনুদান প্রদান করেন। এরই প্রেক্ষিতে ‘হ্যালো সংশপ্তক’ নামে হটলাইন চালু করে এ কার্যক্রম অব্যাহত রেখেছে।
নাঙ্গলকোট এতদিন করোনামুক্ত থাকলেও গত ১১ মে থেকে এ পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকার চারটি পরিবারের ৭ জন লোক করোনায় আক্রান্ত হয়েছেন। ওই পরিবারগুলো লকডাউনে থাকায় নঈম নিজাম সংশপ্তক টিমকে করোনা আক্রান্তদের বাড়িতে উপহার হিসেবে ফল পৌঁছে দিতে নির্দেশ দেন। ইতোমধ্যে দুইটি পরিবারের প্রত্যেকটিকে প্রায় ১৫ কেজি হারে হরেক রকমের ফল পৌঁছে দেয়া হয়েছে। বাকী দুই পরিবারেও ফল পৌঁছে দেয়া হবে বলে জানা গেছে। চলমান দূর্যোগে নাঙ্গলকোটের সমস্যাগ্রস্ত মানুষের প্রতি নঈম নিজামের এমন মানবিকতা সকলের নজর কেঁড়েছে।
সংশপ্তক টিমের প্রধান সমন্বয় জহিরুল ইসলাম জানান, করোনা পরিস্থিতিতে কাজ করতে এসে অনুধাবন করেছি বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম এখানকার মানুষকে কতটুকু ভালোবাসেন। তিনি কারো সমস্যার কথা শুনলেই তাৎক্ষনিক আমাদেরকে পাশে দাঁড়ানোর নির্দেশনা দিচ্ছেন। চলমান দূর্যোগে তাঁর এমন মানবিকতা অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।